Lifestyle:মেক আপ করেন? চোখের ক্ষতি আটকাতে কী করবেন?
পুরনো, শুকিয়ে যাওয়া মেক আপ সামগ্রী ব্যবহার না করাই ভাল। বিশেষত Mascara, Eye Liner জাতীয় মেক আপের ক্ষেত্রে নতুন সামগ্রী কিনে নেওয়া দরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশিরভাগ সময়ই মেক আপের সময় অনেকেই চোখের সুরক্ষার কথা খেয়াল করেন না। এর ফল মারাত্মক হতে পারে, হুঁশিয়ার করছেন বিশেষজ্ঞরা।
চোখের ক্ষতি এড়াতে কী কী করতে হবে? যে ব্রাশ দিয়ে মেক আপ করেন, সেটি নিয়মিত পরিষ্কার করা দরকার। শুধু জল নয়, ব্রাশ স্যানিটাইজ করার পদ্ধতি রয়েছে।
প্রত্যেক বার মেক আপ শুরুর আগে ভাল করে হাত স্যানিটাইজ করে নেওয়া দরকার।
চোখ বা ত্বকে কোনও সংক্রমণ হয়ে থাকলে সেটি থেকে সেরে ওঠার পর অবশ্য়ই মেক আপের সামগ্রী বদলে ফেলা দরকার।
গ্লিটারি আই মেক আপ ব্যবহার না করাই ভাল। কারণ Glitter চোখে ঢুকে গিয়ে অসুবিধা তৈরি করতে পারে।
সবচেয়ে জরুরি, নিজের মেক আপ সামগ্রী অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। এখান থেকে কনজাংটিভাইটিস বা 'পিঙ্ক আই' জাতীয় সমস্যার আশঙ্কা তৈরি হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -