Narendra Modi Stadium Photos: মোদির রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম
আমদাবাদে গুজরাত ক্রিকেট সংস্থার নবনির্মিত মোতেরাই এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট এক লক্ষ দশ হাজার দর্শকাসন রয়েছে নতুন মোতেরা স্টেডিয়ামে।
এর আগে মেলবোর্ন ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামের আসন সংখ্যা এক লক্ষ চব্বিশ।
মোতেরা ছাপিয়ে গেল ইডেন গার্ডেন্সকে। একটা সময় ইডেনে ৮০ হাজার লোক ধরত। তবে সংস্কারের সময় বাকেট সিট বসানোর পর ইডেনের দর্শক সংখ্যা ৬৪ হাজারের সামান্য বেশি।
মোতেরায় নবনির্মিত স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক মানের সুইমিং পুল।
রয়েছে ঝাঁ চকচকে ইন্ডোর প্র্যাক্টিসের সুবিধা, ক্লাব হাউস, জিম, জাকুজি।
মেম্বারদের জন্য রয়েছে বিলাসবহুল গেস্ট রুম, ক্লাব।
বিভিন্ন ধরনের ইন্ডোর গেমও রয়েছে ক্লাবে। ম্যাচ খেলতে এসে ক্রিকেটারেরাও খেলতে পারবেন বিলিয়ার্ডস, স্নুকার থেকে শুরু করে টেবিল টেনিস, সবরকম ইন্ডোর গেমস।
ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচই হবে নবনির্মিত এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ খেলা হবে নৈশালোকে এবং গোলাপি বলে।
ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে গোলাপি বলে ম্যাচ খেলেছিল ভারত। তারপর এটাই হবে ভারতের মাটিতে গোলাপি বলে দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্যাচ।
বুধবার থেকে ম্যাচ শুরু। ভারত ও ইংল্যান্ড, দুদলের ক্রিকেটারেরাই মোতেরায় পৌঁছে গিয়েছেন। নতুন স্টেডিয়াম দেখে দু দলের ক্রিকেটারেরাই মুগ্ধ।
করোনা পরিস্থিতিতে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে মাঠে দর্শক ঢোকার অনুমতি দিয়েছে বোর্ড। মোতেরার ম্যাচেও মাঠে থাকবে দর্শক। মোট দর্শকাসনের পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রি করার অনুমতি দিয়েছে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিন-রাতের টেস্টের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
এক বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই স্টেডিয়ামেই নমস্তে ট্রাম্প আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে মুখিয়ে সমর্থকেরা। এবিপি আনন্দকে সমস্ত ছবি পাঠিয়েছে গুজরাত ক্রিকেট সংস্থা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -