Ajinkya Rahane Birthday: ৩৫ পূর্ণ করলেন রাহানে, জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা পাঁচটি রেকর্ড
ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অজিঙ্ক রাহানে। আজ ৩৫ পেরিয়ে ৩৬-এ পা দিলেন এই ডানহাতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে রাহানে। জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা পাঁচটি রেকর্ড।
প্রথম ভারতীয় ব্য়াটার হিসেবে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে সেনা দেশে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাহানে।
ব্যাটিং পজিশনে চার নম্বরের নীচে নেমে একই টেস্টে দুটো ইনিংসেই সেঞ্চুরি। একমাত্র ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন রাহানে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
একমাত্র ভারতীয় হিসেবে এক টেস্টে সর্বাধিক ৮টি ক্যাচ নিয়েছিলেন রাহানে। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নজির গড়েন জিঙ্কস।
বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি হাঁকানোয় ওস্তাদ রাহানে। ২০১৪ সালে ব্যাটার হিসেবে ও ২০২০ সালে অধিনায়ক হিসেবে এই নজির গড়েছিলেন মুম্বইকর।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেকে সর্বােচ্চ ৬১ রান রাহানের ঝুলিতে। ২০১১ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি। টি-টোয়েন্টি অভিষেকে অন্য কোনও ভারতীয় এই রানের থেকে বেশি রান করতে পারেননি।
প্রায় ১৭ মাস জাতীয় দলের বাইরে ছিলেন রাহানে। খারাপ ফর্মের জন্য তিনি ছিটকে গিয়েছিলেন দল থেকে।
ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক ভাল পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরেছেন বিরাটের প্রাক্তন ডেপুটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -