Anant Radhika Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহে চাঁদের হাট, ধোনি থেকে রোহিত, উপস্থিত একঝাঁক ক্রিকেটার

Anant Ambani Pre-Wedding: অন্ন সেবা দিয়ে শুরু প্রাক বিবাহ অনুষ্ঠান। গুজরাটের জামনগরে আজ, শুক্রবার, ১ মার্চ থেকে তিনদিন ধরে চলবে অনুষ্ঠান।

মুকেশ আম্বানিপুত্রের বিয়েতে চাঁদের হাট

1/9
বিশ্বের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানির পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান বলে কথা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিভাগের তারকাদের সমাবেশ।
2/9
অন্তত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে যেখানে রিহানা, বিল গেটসদের মতো তারকাদের উপস্থিতি দেখা গিয়েছে।
3/9
বলিউড তারকাদের ছয়লাপ ঘটেছে, সেখানে কিন্তু তারকা ক্রিকেটারদেরও কমতি নেই।
4/9
জামনগরে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি থেকে বিদেশি, প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা ভিড় জমিয়েছেন।
5/9
প্রাইভেট বিমানবন্দর থেকে একটি চার্টার্ড বিমানে চেপে স্ত্রী সাক্ষীকে নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জোড়া বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক ধোনি।
6/9
সপরিবারে জামনগরের উদ্দেশে রওনা হতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকেও। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
7/9
আম্বানিদের মালিকাধীন মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিকে দিনকয়েক পরেই আইপিএলে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। তারকা অলরাউন্ডার নিজের দাদার সঙ্গে পৌঁছেছেন।
8/9
তালিকায় কিন্তু রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও। তাঁকে বিমানবন্দের স্ত্রী রিতিকার সঙ্গে দেখা গিয়েছে।
9/9
নিকোলাস পুরান, ডোয়েন ব্র্যাভোও এই অনুষ্ঠান উপলক্ষে দেশে হাজির হয়েছেন। দুই ক্যারিবিয়ান তারকা তো ঈশান কিষাণের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন।
Sponsored Links by Taboola