Andrew Symonds Demise: দেশের হয়ে খেলেছেন ২৩৮ ম্যাচ, দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস
মাস দুয়েক আগেই ছেড়ে চলে গিয়েছেন শেন ওয়ার্ন। ক্রীড়াজগতে ফের নক্ষত্রপতন। এ বার আকস্মিক প্রয়াণ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর। সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায় (Andrew Symonds Death)।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অ্যান্ড্রু। দুর্ঘটনার সময় অ্যান্ড্রু নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সে দেশের জরুরি পরিষেবা বিভাগ। কোনও রকমে গাড়ি থেকে অ্যান্ড্রুকে বার করে আনা হয়। কিন্তু আঘাত এত গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো যায়নি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, শুরুতে দুর্ঘটনায় মৃতের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে জানা যায়, অ্যান্ড্রু মারা গিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিতি চিকিৎসকার তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ফেরানো যায়নি অ্যান্ড্রুকে।
অলরাউন্ডার অ্যান্ড্রু অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২টি সেঞ্চুরি সহ করেছেন ১৪৬২ রান। সেই সঙ্গে নিয়েছেন ২৪ উইকেট।
১৯৮টি ওয়ান ম্যাচে ৫০৮৮ রান করেছেন সিমো। সেঞ্চুরি ৬টি। ১৩৩টি উইকেটও নিয়েছেন।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টি-টোয়েন্টিও খেলেছেন। ৮৫ রান করার পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট।
ব্যাট এবং বল হাতে যেমন নিজের দক্ষতা প্রমাণ করেছেন, তেমনই ফিল্ডিংয়েও তাঁর জুড়ি ছিল না।
গত ৪ মার্চ অস্ট্রেলিয়ার আর এক তারকা ক্রিকেটার শেন ওয়ার্ন মৃত্যু হয়। মারা গিয়েছেন রড মার্শও। দু'জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এবার সাইমন্ডসও চলে গেলেন না ফেরার দেশে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -