Indian Cricketers Wife: ঘর সামলেও তাঁরা শরীর সচেতন, ভারতীয় ক্রিকেটের সেরা ১০ ফিট ক্রিকেটার ঘরণীকে চিনে নিন
এই তালিকায় সবার আগে রয়েছেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বলি অভিনেত্রী। তবে শরীর নিয়ে কোহলির মতই সচেতন অনুষ্কাও। জিমে অনেকটা সময় কাটান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গনেশন। ক্রিকেট উপস্থাপিকা হিসেবে দায়িত্ব সামলান এই তরুণী। জিমের ছবি মাঝে মাঝেই নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন।
রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেহ রয়েছেন তালিকায়। তিনি ২০১৫ সালে বিয়ের আগে পর্যন্ত হিটম্য়ানের ব্যক্তিগত স্পোর্টস ম্য়ানেজার ছিলেন।
সার্বিয়ান মডেল ও ভারতীয় অভিনেত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচ রয়েছেন তালিকায়। তিনিও
কলকাতা নাইট রাইডার্স তারকা ক্রিকেটার নীতিশ রানাকে বিয়ে করেছেন সাচি মারওয়া। পেশায় ইন্টিরিয়র ডিজাইনার সাচি কিন্তু শরীর সচেতন।
চেন্নাই সুপার কিংসের বোলার দীপক চাহারের স্ত্রী জয়া ভরদ্দাজ। আইপিএলে সিএসকের ম্য়াচে ভিআইপি বক্সে আলো ছড়িয়েছেন জয়া। সুন্দরী জয় নিজের শরীরচর্চার ভিডিও পোস্ট করেন সোশ্য়াল মিডিয়ায়।
নৃত্যশিল্পী ও পেশায় দাঁতের চিকিৎসক ধনশ্রী ভার্মা। তিনি তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। সবসময় ফিট থাকেন ধনশ্রী। বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে।
খেলাধূলোর সঙ্গেই জড়িয়ে দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পড়িক্কল। তিনি নিজেও স্কোয়াস প্লেয়ার। ফলে শরীর নিয়ে সচেতন থাকতেই হয় দীপিকাকে।
তালিকায় আছেন কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিও। বলি অভিনেত্রী আথিয়াও রাহুলের মতই ফিট থাকতে পছন্দ করেন। খাওয়া দাওয়া নিয়ম করে খাওয়া থেকে শরীরচর্চা কোনওকিছুতেই ত্রুটি রাখেন না তিনি। আথিয়া সুনীল শেট্টির মেয়ে।
তালিকায় অবশ্যই থাকবেন সাক্ষী ধোনি। মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রীও নিজের শরীর নিয়ে বেশ সচেতন। সোশ্য়াল মিডিয়ায় ধোনি সক্রিয় না থাকলেও সাক্ষী কিন্তু সক্রিয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -