Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Argentina vs France: বড় টুর্নামেন্টে মুখোমুখি সাক্ষাতে ফ্রান্স না আর্জেন্তিনা, এগিয়ে কোন দল?
মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলে জিতে নাগাড়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ফ্রান্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর্জেন্তিনা অপরদিকে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে।
ফাইনালে স্বাভাবিকভাবেই নজরে দুই দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি। দুইজনে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও বটে।
মেসি বিশ্বকাপ ফাইনাল জিতলেই মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপে সর্বাধিক ১৭টি ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসাবেন।
ফ্রান্স অধিনায়ক উগো লরিসও বিশ্বকাপ ফাইনাল শেষে রেকর্ড গড়তে পারেন। আর কোনও অধিনায়ক একাধিকবার বিশ্বকাপ জেতেনি। তিনিই প্রথম অধিনায়ক হিসাবে এই কৃতিত্ব গড়তে পারেন।
এর আগে বড় টুর্নামেন্টে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। মুখোমুখি সাক্ষাতে আর্জেন্তিনাই এগিয়ে। ১৯৩০ সালের বিশ্বকাপে দুই দল প্রথমবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ১-০ জিতেছিল আর্জেন্তিনা।
১৯৭২ সালে ব্রাজিলের ১৫০ বছর স্বাধীনতার উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেস কাপ আয়োজিত হয়েছিল। সেই টুর্নামেন্টে আর্জেন্তিনা ও ফ্রান্স গোলশূন্য ড্র করে।
১৯৭৮ সালে ফের একবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয় দুই দল। ম্যাচে ফ্রান্স ২-১ গোলে পরাজিত হয় এবং বিশ্বকাপের গ্রুপ পর্বেই ছিটকে যায়।
গত বিশ্বকাপে সাত গোলের রোমাঞ্চকর এক ম্যাচে ৪-৩ স্কোরলাইনে জয় পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপের ঝাঁঝ সামলাতে গিয়ে আলবিসেলেস্তেকে নাজেহাল হতে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -