Ashes 4th Test: রুদ্ধশ্বাস পরিসমাপ্তি! শেষ উইকেট বাঁচিয়ে সিডনি টেস্ট ড্র ইংল্যান্ডের
সিডনি টেস্ট ড্র
1/9
সিডনি টেস্টের শেষদিনে দুরন্ত লড়াই করে ম্যাচ বাঁচিয়ে দিল ইংল্যান্ড। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল অস্ট্রেলিয়াকে। পঞ্চম দিনের খেলা শেষ হল যখন, তখন ইংল্যান্ডের স্কোর ২৭০/৯। (ছবি আইসিসি)
2/9
ম্যাচ বাঁচানো অর্ধশতরানের ইনিংস খেললেন বেন স্টোকস। প্রথম ইনিংসে ৬৬ করছিলেন। দ্বিতীয় ইনিংসেও ৬০ রান করলেন।
3/9
দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স। যদিও দলকে জেতাতে পারেননি তিনি।
4/9
উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে উল্লাস নাথান নায়নের। অজি অফ স্পিনার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন।
5/9
ম্যাচের শেষদিকে জ্যাক লিচের উইকেট নিয়ে খেলা জমিয়ে দিয়েছিলেন স্টিভ স্মিথ।
6/9
সিডনি টেস্টে ২ ইনিংসেই পরপর শতরান হাঁকালেন উসমান খোয়াজা।
7/9
অস্ট্রেলিয়ার এই ম্যাচে সবচেয়ে সফল বোলার স্কট বোল্যান্ড। ম্যাচে মোট ৭ উইকেট পেলেন তিনি।
8/9
ম্যাচ বাঁচিয়ে মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের ২ অভিজ্ঞ টেল এন্ডার জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
9/9
সিরিজে ৩-০ ব্যবধানেই এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। আগামী ১৪ জানুয়ারি থেকে হোবার্টে শুরু অ্যাশেজের শেষ টেস্ট।
Published at : 09 Jan 2022 02:57 PM (IST)