Ashwin Record: ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি উইকেট, অশ্বিনের মুকুটে নতুন পালক
ভারতের ক্রিকেটপ্রেমীরা বলে থাকেন, টেস্ট ক্রিকেটে শীত-গ্রীষ্ম-বর্ষা, অশ্বিনই (Ravichandran Ashwin) ভরসা। শুক্রবার ফের একবার তা প্রমাণ করলেন তামিলনাড়ুর অফস্পিনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজোড়া সেঞ্চুরিতে ভারতের হাত থেকে চতুর্থ টেস্টের রাশ যখন কার্যত ছিনিয়ে নেওয়ার মুখে অস্ট্রেলিয়া, তখনই বল হাতে জ্বলে উঠলেন অশ্বিন (Ind vs Aus)। লাঞ্চের পর দ্রুত তিনটি উইকেট তুলে নিলেন।
কেঁপে গেল অস্ট্রেলিয়া। ৪৮০ রানে শেষ হল স্টিভ স্মিথদের ইনিংস।
আর ৬ উইকেট নিয়ে অজিদের ঘাতক হিসাবে ফের নিজেকে প্রতিষ্ঠিত করলেন অশ্বিন।
এদিন তিনি ভেঙে দিলেন কিংবদন্তি অনিল কুম্বলের কীর্তি। দেশের মাটিতে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়া বোলার এখন অশ্বিনই।
মোট ২৬ বার এই কীর্তি গড়েছেন তিনি। কুম্বলে যেখানে ভারতের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
মাত্র ৫৫ টেস্টে এই নজির গড়লেন অশ্বিন। কুম্বলে যেখানে ৬৩ টেস্টে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।
পাশাপাশি আরও কয়েকটি কীর্তি গড়লেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি এখন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়।
মুথাইয়া মুরলীধরনের পরে। মুরলীধরন ৪৫ বার এই কীর্তি করেছেন। পাশাপাশি অশ্বিনের এটা টেস্টে ৩২তম বার ইনিংসে ৫ উইকেট। যে রেকর্ড রয়েছে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনেরও।
সেই সঙ্গে অশ্বিন এখন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ভারতীয় বোলার। তিনি এখানেও পিছনে ফেললেন কুম্বলেকে। নাথান লায়নের সঙ্গে অশ্বিনই এখন বর্ডার-গাওস্কর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক। দুজনেরই ঝুলিতে রয়েছে ১১৩টি করে উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -