Asia Cup 2022: এই পাঁচ ক্রিকেটারের দিকে নজর থাকবে আসন্ন এশিয়া কাপে
আসন্ন এশিয়া কাপে যে ক্রিকেটারদের দিকে নজর থাকবে, তাঁদের মধ্যে সবার আগে রয়েছেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক। আমিরশাহিতে পাকিস্তানকে এশিয়া কাপ জিততে হলে বাবরের ব্যাট চলতেই হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ১টি সেঞ্চুরি ও ১টি অর্ধশতরানের সাহায্যে ১৮১ রান ঝুলিতে পুরেছেন। গড় ৬০০.৩৩।
কেরিয়ারে ২৩৩টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন। ৬৮৯৭ রান ঝুলিতে পুরেছেন মুশফিকুর রহিম। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের প্রধান স্তম্ভ মুশফিকই।
ছোটখাটো চেহারার ডানহাতি এই উইকেট কিপার ব্যাটার বাংলাদেশ দলের মিডল অর্ডারে একাধিক ম্যাচে জ্বলে উঠেছেন। দলকে জিতিয়েছেন। চলতি বছরে ৬টি ওয়ান ডে ম্যাচে ১১৬ রান করেছেন।
সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও বিরাট কোহলিকে এই তালিকা থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।
চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তিনি যে ফুরিয়ে যাননি এখনও, তা প্রমাণ করার তাগিদ থাকবে বিরাটের।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পেছনে মহম্মদ রিজওয়ানের দুরন্ত অর্ধশতরানের ভূমিকা রয়েছে। সেই ম্যাচে অপরাজিত ৭৯ রান করেছিলেন রিজওয়ান।
পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার রিজওয়ান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওযান ডে ম্যাচে মোট ৮৫ রান করেছেন একটি অর্ধশতরানের সাহায্যে। পাক দলে বাবর ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার।
রোহিত শর্মা ভারত অধিনায়ক। এবারের এশিয়া কাপে বাড়তি দায়িত্ব নিয়ে মাঠে নামবেন হিটম্যান। চলতি বছরে তিনটি ওয়ান ডে ম্যাচে মোট ৭৮ রান করবেন রোহিত একটি অর্ধশতরানের সাহায্যে।
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়েছেন রোহিত। আসন্ন এশিয়া কাপে রাহুলের সঙ্গে জুটি বেঁধে ওপেনিংয়ে বড় ইনিংস খেলতে পারেন রোহিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -