Asia Cup 2022: গ্রুপ পর্বে সর্বোচ্চ পাঁচ উইকেটসংগ্রাহকের তিনজনই পাকিস্তানি, কত নম্বরে রয়েছেন ভুবনেশ্বর?
Asia Cup: হংকংয়ের বিরুদ্ধে পাক বোলারদের দাপটের পরেই তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন পড়শি দেশের তিন তারকা বোলার।
চলতি এশিয়া কাপে সর্বোচ্চ উইকেটশিকারি কারা? (ছবি: আইসিসি ট্যুইটার)
1/10
ভারত ও হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচেই বেশ ভাল বোলিং করেছেন পাকিস্তানের বাঁ-হাতি লেগ স্পিনার মহম্মদ নওয়াজ।
2/10
দুই ম্যাচে তিন তিন, মোট ছয় উইকেট নেওয়ার সুবাদে নওয়াজই এখনও পর্যন্ত চলতি এশিয়া কাপের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।
3/10
আফগানিস্তান চলতি এশিয়া কাপের দুই ম্যাচেই দাপুটে মেজাজে জয় পেয়েছে। দলের এমন পারফরম্যান্সের মূলে রয়েছে দলের বোলিং পারফরম্যান্স।
4/10
টুর্নামেন্টে পাঁচ উইকেট নেওয়া মুজিব উর রহমান এই সাফল্যের অন্যতম প্রধান কারণ। তিনিই আপাতত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চসংগ্রাহক।
5/10
একমাত্র ভারতীয় বোলার হিসাবে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং বিভাগকে কিন্তু দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন ভুবি।
6/10
ভুবনেশ্বরও পাঁচ উইকেট নিয়েছেন। তবে তাঁর ইকোনমি ও বোলিং গড় মুজিবের থেকে বেশি। তাই তিনি তালিকায় মুজিবের পরে তৃতীয় স্থানে রয়েছেন।
7/10
ভুবনেশ্বরের পরে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান।
8/10
শাদাব হংকংয়ের বিরুদ্ধে এক ম্যাচেই চার উইকেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন।
9/10
ভারতের বিরুদ্ধে নাসিম শাহের বোলিং বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই প্রভাবিত হয়েছিলেন।
10/10
সেই ম্যাচে দুই উইকেট নেওয়ার পর, হংকংয়ের বিরুদ্ধেও দুই উইকেট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তরুণ পাকিস্তানি ফাস্ট বোলার।
Published at : 03 Sep 2022 04:54 PM (IST)