Asia Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে শুরু এশিয়া কাপে ভারতের অভিযান, পরিসংখ্যান কী বলছে?
আগামী ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে এশিয়া কাপ। ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত শর্মার নেতৃত্বে আসন্ন এশিয়া কাপে খেলতে নামবে ভারতীয় দল। আগের বারও এশিয়া কাপে রোহিতই অধিনায়ক ছিলেন। তবে এবার পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই তাঁরক বদলি রোহিত শর্মাকে অধিনায়ক বেছে নেওয়া হয়।
ভারত ও পাকিস্তান এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট ১২ বার আমনে সামনে হয়েছে। তার মধ্যে ভারত ৬ বার জিতেছে। ৫ বার পাকিস্তান জয় পেয়েছ। ১ বার কোনও ফল হয়নি।
এশিয়া কাপে ভারত মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে পাকিস্তান এই টুর্নামেন্টে মাত্র ২ বার খেতাব জিতেছে। ভারতই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল।
ভুবনেশ্বর কুমার ২ দেশের সাক্ষাতে সফল ভারতীয় বোলার। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে মোট ৭ ম্যাচে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন ভুবি।
পাকিস্তানের হয়ে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সর্বাধিক উইকেটের শিকারি সৈয়দ আজমল। ৯ ম্যাচে ২০ উইকেট রয়েছে তাঁর।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রানের মালিক ভারতের বিরাট কোহলির। ১২ ম্যাচে মোট ৪৫৯ রান করেছেন তিনি। ২টো সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে।
পাকিস্তানের জার্সিতে সর্বাধিক রানের মালিক ৪৩৭। মোট ৯ ম্যাচে ৫৪.৬২ গড়ে রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -