IND vs AFG, Match Highlight: বিরাটের সেঞ্চুরি, ভুবির ৫ শিকার, আফগান বধ ভারতের
আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ১০১ রানে দুরন্ত জয় ভারতের। রাহুলের নেতৃত্বে খেলতে নেমেছিল ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত শর্মা বিশ্রাম নিয়েছিলেন এই ম্যাচে। তাঁর বদলে নেতৃত্ব সামলেছেন কে এল রাহুল। দলকেও জেতালেন ও ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরানও হাঁকালেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ তম শতরান হাঁকালেন বিরাট কোহলি। আড়াই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকালেন কোহলি।
৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ১২টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি।
২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। এরপর ফের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেলেন।
বল হাতে এদিন একাই আফগান ব্যাটিংকে ধ্বংস করলেন ভুবনেশ্বর কুমার। তুলে নিলেন প্রতিপক্ষের ৫ উইকেট।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে পরপর ২ ম্যাচে ডেথ ওভারে জঘন্য বোলিং করে দেশবাসীর কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন ভুবনেশ্বর। এদিন যেন নিজের জাত চেনানোর বাড়তি তাগিদ ছিল ভুবির।
সুযোগ পেয়ে বল হাতে ১ উইকেট তুলে নিলেন দীপক হুডা। আগের ম্যাচেও খেলেছিলেন, কিন্তু বল করার সুযোগ পাননি তিনি।
অর্শদীপ এদিনও ভাল বল করেন। ১ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানই বোর্ডে তুলতে পারে।
এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল। পরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -