Asia Cup 2022: চলতি এশিয়া কাপে এখনও অবধি সর্বাধিক রান করেছেন কোন ক্রিকেটাররা?
ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৩ রান করার পর হংকংয়ের বিরুদ্ধে আজকের ম্যাচে অপরাজিত ৭৮ রান করেন মহম্মদ রিজওয়ান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই ইনিংসে মোট ১২১ রান করে রিজওয়ানই এশিয়া কাপে এখনও অবধি সর্বাধিক রান করেছেন।
এশিয়া কাপ শুরু হওয়ার আগে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির ফর্ম নিয়ে চর্চার অন্ত ছিল না। তবে তিনিই আপাতত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
কোহলির স্ট্রাইক রেট ১২০-র আশেপাশে, যা একটু কম। তবে তিনি ইতিমধ্যেই টুর্নামেন্টে ৯৪ রান করেছেন।
সূর্যকুমার যাদব বর্তমান বিশ্বের যে অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার, তা হংকংয়ের বিরুদ্ধে তাঁর ইনিংসটাই সেটার প্রমাণ দেয়।
১৯৫.৪৫-র বিশাল স্ট্রাইক রেটে দুই ম্যাচে মোট ৮৬ রান সূর্য টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে বাংলাদেশ চূড়ান্ত হতাশাজনক এক টুর্নামেন্টে থেকে ইতিমধ্যেই থেকে ছিটকে গিয়েছে বটে।
তবে দলের অলরাউন্ডার মোসদ্দেক হোসেন দুই ম্যাচেই ঠিকঠাক ব্যাটিং করেছেন। মোট ৭২ রান করে এই তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে হতাশ করলেও, হংকংয়ের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংসের সুবাদে এই তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ফখর জামান।
দুই ম্যাচে পাকিস্তানি টপ অর্ডার ব্যাটারের মোট সংগ্রহ ৬৩ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -