Asia Cup 2022: সামনেই এশিয়া কাপ, টুর্নামেন্টের সেরা ১০টি রেকর্ডে চোখ বুলিয়ে নিন
Asia Cup : আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। এখনও পর্যন্ত সর্বাধিক ৭ বার এই টুর্নামেন্টে জয় পেয়েছে ভারতীয় দল। আগামী ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত
তালিকায় বিরাট কোহলি ও সনৎ জয়সূর্য
1/10
আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। এখনও পর্যন্ত সর্বাধিক ৭ বার এই টুর্নামেন্টে জয় পেয়েছে ভারতীয় দল।
2/10
এশিয়া কাপের ইতিহাসে এক ইনিংসের সর্বাধিক রান পাকিস্তানের দখলে। ৩৮৫/৭, এটাই এশিয়া কাপের সর্বাধিক রান এক ইনিংসে কোনও দলের।
3/10
এশিয় কাপের ইতিহাসে সর্বনিম্ন রান বাংলাদেশের দখলে। তাঁরা ৮৭ রানে অল আউট হয়ে গিয়েছিল এক ইনিংসে।
4/10
এশিয়া কাপের ইতিহাসে ব্য়ক্তিগত সর্বাধিক রানের মালিক সনৎ জয়সূর্য। তিনি এই টুর্নামেন্টে মোট ১২২০ রান করেছেন।
5/10
এশিয়া কাপে কোনও একটি ইনিংসে ব্যক্তিগত সর্বােচ্চ রানের মালিক ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
6/10
এশিয়া কাপে সর্বাধিক শতরান করার মালিকও শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য। এই বাঁহাতি প্রাক্তন ওপেনার মোট ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন টুর্নামেন্টে।
7/10
এশিয়া কাপে বোলারদের তালিকায় সর্বাধিক উইকেট শিকার নাম উঠলে নিঃসন্দেহে সেই জায়গায় বিরাজমান মুত্থাইয়া মুরলিথরন। তিনি মোট ৩০টি উইকেট নিয়েছেন এই টুর্নামেন্টে।
8/10
কোনও একটি এশিয়া কাপের সংস্করণে সর্বাধিক ১৭ উইকেটের মালিক শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার অজন্তা মেন্ডিস।
9/10
এশিয়া কাপে সর্বাধিক ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তিনি মোট ২৮টি ম্যাচ খেলেছেন এই টুর্নামেন্টে।
10/10
কোনও দলের অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সর্বাধিক ১৪ ম্যাচ খেলেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
Published at : 17 Aug 2022 05:29 PM (IST)