Asia Cup 2022: বিরাটের ফর্ম, রাহুল, জাডেজার ফিটনেস এশিয়া কাপে নজরে এই ১০ ভারতীয়
বিশ্বকাপের জন্য আর বেশি সময় অবশিষ্ট নেই। অফফর্মের বিরাট কোহলির ফর্মে ফেরার জন্য হাতে সময়ও বেশি নেই। এশিয়া কাপে বরাবরই ভাল খেলা কোহলির দিকে তাই সবথেকে বেশি নজর থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোট, করোনা নানাবিধ কারণে বহুদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন কেএল রাহুল। এশিয়া কাপে তিনি ফিরছেন, তাই তাঁর ব্যাটিং ফর্মের দিকেও নজর থাকবে
অধিনায়ক রোহিতের ফর্ম অব্যাহত রাখাটা ভারতের এশিয়া কাপ জয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
চোটের জেরে যশপ্রীত বুমরা নেই, তাই ভারতীয় বোলিং বিভাগের নেতা ভুবনেশ্বর কুমার। বুমরার অনুপস্থিতিতে ভুবি দলের বোলিং বিভাগকে কেমনভাবে নেতৃত্ব দেন সেই দিকে লক্ষ্য রাখবেন সকলেই।
ভারতীয় দলের ভারসাম্যের জন্য হার্দিক পাণ্ড্য যে কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।
এশিয়া কাপ তথা বিশ্বকাপে ভারতের ভাল পারফরম্যান্সের জন্য ফিনিশার দীনেশ কার্তিকের গুরুত্ব অপরিশীম, তাঁর ফর্মের দিকে নজর থাকবে।
ঋষভ পন্থ যে ম্যাচই খেলুন না কেন, তাঁকে এড়িয়ে অন্যদের দিকে নজর দেওয়াটা কার্যত অসম্ভব। নিঃসন্দেহে ভারতের সাফল্যের জন্য ঋষভ ভীষণ গুরুত্বপূর্ণ।
ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে সিরিজ সেরা অর্শদীপ সিংহের দিকে বিশেষ নজর থাকবে এশিয়া কাপে। তিনি এখনও অবধি জাতীয় দলের জার্সি গায়ে বেশ প্রভাবিত করেছেন।
বিশ্বকাপের দলে জায়গা পেতে দীপক হুডার এশিয়া কাপে ভাল খেলাটা কিন্তু জরুরি। তবে কোহলি ফেরায় হুডা একাদশে সুযোগ পাবেন কি না, সেটাও দেখার বিষয়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চোটের কারণে সিরিজের বেশিরভাগ ম্যাচই খেলেননি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, তাই এশিয়া কাপে তাঁর ফর্মের দিকে নজর তো থাকবেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -