Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরানে বিশ্বরেকর্ড গড়লেন শুভমন গিল
বাংলাদেশের বিরুদ্ধে শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই দুরন্ত শতরান হাঁকান শুভমন গিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগিলের কেরিয়ারের এটি পঞ্চম ওয়ান ডে শতরান। এই প্রথমবার তিনি ওয়ান ডেতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে শতরান করলেন। তবে দুর্ভাগ্যবশত তাঁর শতরান সত্ত্বেও ভারতীয় দল ম্য়াচ জিততে পারেনি।
দলকে জেতাতে না পারলেও, ১৩৩ বলে ১২১ রানের ইনিংস খেলেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ভারতের তরুণ ওপেনার।
ওয়ান ডেতে ৩২ ইনিংস খেলার পর সর্বকালের সর্বোচ্চ রানের মালিক পাঞ্জাবের ২৪ বছর বয়সি তরুণ ব্যাটার।
তিনি দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড ভাঙলেন। আমলা ৩২টি ওয়ান ডে ইনিংসের পর ১৬৫০ রান করেছিলেন।
৩২টি ওয়ান ডে পর শুভমন গিলের সংগ্রহ আমলার থেকে বেশ খানিকটা বেশি, ১৭১১ রান।
বাংলাদেশের বিরুদ্ধে ওই ম্যাচেই এ বছরে ওয়ান ডে ফর্ম্যাটে হাজার রানের গণ্ডি পার করে ফেলেন গিল। সামনেই বিশ্বকাপ, তার আগে গিলের এই ফর্ম কিন্তু ভারতীয় সমর্থকদের জন্য সুখবর।
তবে বিশ্বকাপের আগে রবিবার ভারতীয় দলের সামনে পাঁচ বছরের ট্রফির খরা কাটিয়ে এশিয়া কাপ জয়ের হাতছানি রয়েছে। সেই ম্যাচেই গিলকে ফের একবার ব্যাট করতে দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -