Zodiac Signs: কারও ধার ধারেন না, অপ্রিয় হলেও সত্যই বলেন এই রাশির জাতকরা
মন চাইলেও অনেক সময় মনের কথা খোলাখুলি বলতে পারি না আমরা। তাই নিজেকে দমিয়ে রাখি আমরা। কাছের জনের মন জুগিয়ে চলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু রাশির জাতক এ ব্যাপারে ব্যতিক্রম। অপ্রিয় হলেও, সত্যি কথা বলতে পিছপা হন না এঁরা। কে কী ভাববেন, তার পরোয়া করেন না।
মেষ রাশির জাতকরা আপস করেন না। নিজের নীতি, আদর্শ নিয়েই চলেন। সবকিছুর চেয়ে সততা গুরুত্ব পায় এঁদের কাছে।
মেষ রাশির জাতকরা সচরাচর মুখ খোলেন না। কিন্তু মুখ খুললে কারও ধার ধারেন না। যা সত্য, তা-ই তুলে ধরেন।
কুম্ভ রাশির জাতকরা সোজাসাপটা অবস্থানের জন্যই পরিচিত। চারপাশের মানুষজন অস্বস্তি বোধ করলেও, অপ্রিয় সত্য তুলে ধরতে ইতস্তত বোধ করেন না এঁরা।
কুম্ভ রাশির জাতকরা কাউকে মিথ্যা আশ্বাস দেওয়ার পক্ষপাতী নন। অতীত ভুলে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সত্যই সবচেয়ে বড় সহায়ক বলে মনে করেন এঁরা।
ধনু রাশির জাতকরা আবেগপ্রবণ হন। জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেসততাই আসল সম্পদ বলে মনে করেন ধনু রাশির জাতকরা। তাই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সত্যের পথে চলেন। খেন। সত্য বলার মধ্যে কোনও ক্ষতি দেখতে পান না এঁরা।
সততাই আসল সম্পদ বলে মনে করেন ধনু রাশির জাতকরা। তাই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সত্যের পথে চলেন।
তুলা রাশির জাতকদের কাছে মূল্যবোধ এবং সততা অমূল্য। সামনের জন যদি অপ্রিয় সত্য গ্রহণ করতে নাও পারেন, নিজের অবস্থান থেকে সরেন না এঁরা।
সম্পর্ক হোক বা কর্মক্ষেত্র, নিজের নীতির সঙ্গে কখনও আপস করেন না তুলা রাশির জাতকরা। নিজের পছন্দ-অপছন্দ যেমন অকপটে জানিয়ে দেন, তেমনই অন্যের ভুল-ত্রুটিও ধরিয়ে দিতে পারেন চোখে আঙুল দিয়ে। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -