Asia Cup 2022: পাকিস্তান ম্যাচে নামার আগে শেষ প্রস্তুতি সারলেন বিরাট, ভুবিরা
Asia Cup, IND vs PAK: এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট ১৪ বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৫ বার জিতেছে পাকিস্তান।
প্রস্তুতিতে রোহিত, চাহালরা
1/10
চোট সারিয়ে ফিরেছেন। এশিয়া কাপে ওপেনিংয়ে কে এল রাহুল নামছেন, তা নিশ্চিত। ব্যাট হাতে তিনি কতটা সফল হন, তা দেখার।
2/10
পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে প্রথমবার এশিয়া কাপের মঞ্চে খেলতে নামবেন রোহিত শর্মা। প্রস্তুতিতে খোশমেজাজে হিটম্যান।
3/10
এশিয়া কাপে চাপমুক্ত হয়ে মাঠে নামবেন বিরাট, এমনই জানিয়েছেন। প্রস্তুতিতেও পন্থের সঙ্গে বেশ খুনসুটি করতে দেখা গেল তাঁকে।
4/10
মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের ব্যাট কথা বললে পাকিস্তানের জন্য তা অবশ্যই খারাপ খবর হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্য।
5/10
ঋষভ পন্থই হয়ত উইকেটের পেছনে প্রথম পছন্দ হবেন। সেক্ষেত্রে ফিনিশার হিসেবেও দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে দীনেশ কার্তিককে।
6/10
স্পিনারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল রয়েছেন। তিনি একাদশ থাকবেন, তা নিশ্চিত। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চাহাল।
7/10
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন। এশিয়া কাপেও দলে রয়েছেন। তবে অশ্বিনকে হয়ত বেঞ্চে বসতে হবে। সেক্ষেত্রে জাডেজা প্রথম একাদশে খেলতে পারেন।
8/10
তরুণ স্পিনার রবি বিষ্ণোই ও মিডল অর্ডার ব্যাটার দীপক হুডাও একাদশে ঢোকার অন্যতম দাবিদার। প্রথম এত বড় টুর্নামেন্টে খেলতে নামবেন তাঁরা।
9/10
ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্বে দেবেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও সিরাজ, আবেশ ও তরুণ অর্শদীপ রয়েছেন।
10/10
অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে থাকবেন হার্দিক পাণ্ড্য। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক।
Published at : 28 Aug 2022 06:45 PM (IST)