Asia Cup 2022: পাকিস্তান ম্যাচে নামার আগে শেষ প্রস্তুতি সারলেন বিরাট, ভুবিরা
চোট সারিয়ে ফিরেছেন। এশিয়া কাপে ওপেনিংয়ে কে এল রাহুল নামছেন, তা নিশ্চিত। ব্যাট হাতে তিনি কতটা সফল হন, তা দেখার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে প্রথমবার এশিয়া কাপের মঞ্চে খেলতে নামবেন রোহিত শর্মা। প্রস্তুতিতে খোশমেজাজে হিটম্যান।
এশিয়া কাপে চাপমুক্ত হয়ে মাঠে নামবেন বিরাট, এমনই জানিয়েছেন। প্রস্তুতিতেও পন্থের সঙ্গে বেশ খুনসুটি করতে দেখা গেল তাঁকে।
মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের ব্যাট কথা বললে পাকিস্তানের জন্য তা অবশ্যই খারাপ খবর হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্য।
ঋষভ পন্থই হয়ত উইকেটের পেছনে প্রথম পছন্দ হবেন। সেক্ষেত্রে ফিনিশার হিসেবেও দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে দীনেশ কার্তিককে।
স্পিনারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল রয়েছেন। তিনি একাদশ থাকবেন, তা নিশ্চিত। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চাহাল।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন। এশিয়া কাপেও দলে রয়েছেন। তবে অশ্বিনকে হয়ত বেঞ্চে বসতে হবে। সেক্ষেত্রে জাডেজা প্রথম একাদশে খেলতে পারেন।
তরুণ স্পিনার রবি বিষ্ণোই ও মিডল অর্ডার ব্যাটার দীপক হুডাও একাদশে ঢোকার অন্যতম দাবিদার। প্রথম এত বড় টুর্নামেন্টে খেলতে নামবেন তাঁরা।
ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্বে দেবেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও সিরাজ, আবেশ ও তরুণ অর্শদীপ রয়েছেন।
অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে থাকবেন হার্দিক পাণ্ড্য। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -