Top 5 T20I: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সেরা ৫ প্লেয়ার বাছলেন গিলক্রিস্ট
আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজম। সব ফর্ম্যাটে ও সব পরিস্থিতিতে সাবলীল ব্যাটিংয়ের জন্যই বাবর তালিকায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএশিয়া কাপে ভাল পারফরম্যান্স না হলেও ফের ব্যাট হাতে রান করতে শুরু করেছেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্বেও তিনি।
তালিকায় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। এই ফর্ম্য়াটে অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে তিনি।
অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, ''ব্যাট, বল, ফিল্ডিং সবেতেই নিজেকে উজার করে দেয় ওঁ। তাই বিশ্বকাপে হার্দিকের দিকে বাড়তি নজর থাকবে।''
আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করতে হলে রশিদ খানকে জ্বলে উঠতেই হবে। বলের সঙ্গে তাঁর ব্যাটের হাতও বেশ মজবুত এখন।
গিলক্রিস্ট বলছেন, ''টি-টোয়েন্টিতে যে কোনও দলে অনায়াসে ঢুকে পড়বে রশিদ। গত এক দশকে রশিদ এই ফর্ম্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন।''
ইংল্যান্ডের ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত জস বাটলার। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।
গিলক্রিস্ট বলেন, ''ওঁর স্ট্রোক প্লে, দুর্দান্ত পাওয়ার হিটিংয়ের জন্যই বাটলারকে অবশ্যই রাখতে হবে এই তালিকায়।''
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। সিরিজ সেরাও হয়েছেন। এবারও তাঁর দিকে নজর থাকবে।
ওপেনিংয়ে নেমে আক্রমণাত্মক মনোভাব ও পাওয়ার হিটিংয়ের জন্য গিলি তাঁর তালিকায় স্বদেশীয় ওয়ার্নারকে রেখেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -