Novak Djokovic: রড লেভার এরিনায় তিনিই সম্রাট, মধুর প্রতিশোধ জােকারের
বারবার, দশ বার। অস্ট্রেলিয়ান ওপেনে ফের চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। গতকাল গ্রিসের স্তেফানোস সিসিপাসকে হারিয়ে খেতাব জেতেন জোকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইনালে তিন সেটের লড়াই হয় ২ জনের মধ্যে। ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) ব্যবধানে জয় ছিনিয়ে নেন সার্বিয়ান টেনিস তারকা।
এই জয়ের সঙ্গে সঙ্গে কেরিয়ারের ১০ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন জকোভিচ। রড লেভার এরিনায় তিনিই সর্বাধিক খেতাব জিতেছেন।
প্রথম সেট সহজভাবে জিতে গেলেও পরের ২ সেটে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয় জোকারকে। দ্বিতীয় সেট ও নির্ণায়ক সেট দুটোই টাইব্রেকারে গড়ায়।
কিন্তু জোকারের অভিজ্ঞতার সামনে শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে হয় ১১ বছরের ছোট স্তেফানোসকে।
২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। সেটিই ছিল তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সঙ্গে সঙ্গে কেরিয়ারের ২২টি গ্র্যান্ডস্লাম জিতে নিলেন জকোভিচ। নাদালকে ছুঁয়ে ফেললেন তিনি।
খেতাব জয়ের পরের দিন ট্রফি হাতে মেলবোর্ন পার্কে ফটোসেশনে অংশ নিলেন জকোভিচ। অন্যান্য গ্র্যান্ডস্লামের মধ্যে ২ বার ফরাসি ওপেন, ৭ বার উইম্বলডন ও ৩ বার ইউএস ওপেন জিতেছেন জোকার।
উল্লেখ্য, গত বছর করোনা টিকা না নেওয়ার জন্য জোকারকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতেই দেওয়া হয়নি। সেই অপমানের মধুর প্রতিশোধ নিয়ে সার্বিয়ান তারকা বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে তিনিই সম্রাট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -