T20 World Cup: ব্যাট হাতে আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের মুকুটে যোগ হল আরও একটি পালক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট হাতে আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
পেরিয়ে গেলেন বিরাট কোহলিকে।
বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলার পথে বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রানের গণ্ডি টপকে যান।
ইনিংস সংখ্যার নিরিখে তিনি বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন পেরলেন।
এতদিন সবথেকে কম (৬৮) ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান করার রেকর্ড ছিল কোহলির নামে।
বাবর এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মাত্র ৬২টি ইনিংসে।
শুক্রবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে পাকিস্তানকে।
সেমিফাইনালে বাবর রান করলেও পরাজয় এড়াতে পারেনি পাকিস্তান।
পরাজয়ের ক্ষতের মধ্যে অধিনায়কের নতুন কীর্তিই পাকিস্তানের একমাত্র সান্ত্বনা। ছবি - বাবর আজমের ট্যুইটার থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -