Babar Azam Birthday: ২8-এ পা দিলেন বাবর আজম, এক নজরে তাঁর রেকর্ডগুলি
পাকিস্তানি ব্যাটার হিসাবে এক বিশ্বকাপে (২০১৯ বিশ্বকাপে ৪৭৪ রান) সর্বাধিক রান করার কৃতিত্ব রয়েছে বাবরের দখলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম (১৩ ইনিংস) অধিনায়ক হিসাবে ওয়ান ডে হাজার রান করেন বাবর।
সদ্যই দ্রুততম এশিয়ান (২৫১ ইনিংস) হিসাবে ১১ হাজার আন্তর্জাতিক রানের রেকর্ড গড়েন বাবর। এক্ষেত্রেও তিনি বিরাটের রেকর্ডই ভাঙেন।
দ্রুততম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে হাজার রানের গণ্ডি পার করেন বাবর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সর্বাধিক ম্যাচে (৪৮) নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে বাবরের দখলে।
একমাত্র অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ২০ বার ৫০ রানের গণ্ডি পার করেছেন বাবর।
নাগাড়ে সর্বাধিক ইনিংসে (তিন ফর্ম্যাট মিলিয়ে) ৫০ রান করার রেকর্ড রয়েছে বাবরের দখলে।
ওয়ান ডেতে এক সিরিজে সর্বাধিক (ছয়) শতরান করার রেকর্ডও পাক তারকার দখলেই রয়েছে।
বাবরই একমাত্র ব্যাটার যিনি এক দেশে (আমিরশাহি) টানা পাঁচটি শতরান করেছন।
অধিনায়ক হিসাবে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে বাবরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -