Lionel Messi: রেকর্ড গড়ে অষ্টমবার ব্যালন ডি'ওর মেসির ঝুলিতে, কাকে কাকে পেছনে ফেললেন?

Ballon dOr 2023: ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডিওর জিতেছিলেন লিও। তারপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালেও বিশ্বসেরা ফুটবলার হয়েছিলেন প্রাক্তন বার্সেলোনা ও প্যারিস সাঁ জাঁর এই ফুটবলার।

Continues below advertisement

লিওনেল মেসি

Continues below advertisement
1/10
রেকর্ড অষ্টমবার। ব্যালন ডি'ওর খেতাব জিতে নিয়েছেন আর্জেন্তাইন ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। এই কীর্তি গড়ে সেই পুরস্কার দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেছেন মেসি।
2/10
মেসির পরে যে তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের ঝুলিতে পাঁচটি ব্যালন ডি'ওর। তাঁকে অনেকটাই ছাপিয়ে গিয়েছেন মেসি।
3/10
ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার হালান্ডের সঙ্গে মূল লড়াই ছিল। তাঁকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত চলতি মরসুমের ব্যালন ডি'ওর খেতাব জিতে নিলেন মেসি।
4/10
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ও ইন্টার মায়ামির সহ মালিক ডেভিড বেকহ্যাম নিজের হাতে মেসির হাতে ট্রফি ও পুরস্কারমূল্য তুলে দেন।
5/10
চূড়ান্ত তালিকায় থাকা ৩০ জন ফুটবলারকে টেক্কা দিয়েছেন বর্তমানে ইন্টার মিয়ামি দলের সদস্য লিওনেল মেসি। শেষল্যাপে তিনি টেক্কা দিয়েছেন এরিক হালান্ডকে
Continues below advertisement
6/10
প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে ব্যালন ডি'ওর ফের একবার জিতে উঠে মেসি বলেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা দিয়েগো। এটা (ব্যালন ডি'ওর) তোমার জন্য।' প্রসঙ্গত, ভারতীয় সময় যখন অনুষ্ঠানটি হয়েছে, সেই সময় প্যারিসে ছিল ৩০ নভেম্বর। যেদিন জন্মদিন বিশ্ব ফুটবলের প্রয়াত কিংবদন্তি মারাদোনার।
7/10
২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি'ওর জিতেছিলেন লিও। তারপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালেও বিশ্বসেরা ফুটবলারের তকমা উঠেছিল প্রাক্তন বার্সেলোনা ও প্যারিস সাঁ জাঁ'র ফুটবলারের মুকুটে।
8/10
গত বছরই বিশ্বকাপ জিতেছেন আর্জেন্তিনার অধিনায়ক হিসেবে। এরপর ইন্টার মিয়ামির জার্সিতে ১৪ ম্যাচ খেলে ১১টি গোল করেছিলেন।
9/10
বার্সেলোনা তথা স্পেনের মহিলা দলের মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছেন মহিলাদের ব্যালন ডি'ওর। স্পেনকে মহিলাদের বিশ্বকাপ জেতানো থেকে বার্সেলোনাকে মহিলাদের লা লিগা জেতানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আইতানা।
10/10
উল্লেখ্য, গত মরসুমে পিএসজির জার্সিতে ৪১ ম্যাচ খেলে ২১ গোল করেছিলেন মেসি।
Sponsored Links by Taboola