Shakib Al Hasan: ৫০ ম্যাচে ২৩ জয়, ওয়ান ডে-তে অধিনায়ক শাকিবের রেকর্ডবুকে এক নজর
তামিম ইকবাল (Tamim Iqbal) নেতৃত্ব নিয়ে আগ্রহী নন। একবার অবসর ঘোষণা করেও ফিরে এসেছেন। তবে এশিয়া কাপে (Asia Cup) খেলবেন না। তাঁর পিঠে চোট রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বে ফের শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আসন্ন এশিয়া কাপ ও পরে ভারতের মাটিতে বিশ্বকাপেও বাংলাদেশ ক্রিকেট (Bangladesh) দলকে নেতৃত্ব দেবেন শাকিব।
শাকিব এমন একটা সময়ে দলের দায়িত্ব নিলেন, যখন বাংলাদেশের সামনে একাধিক পরীক্ষা। এশিয়া কাপ রয়েছে। সেপ্টেম্বরে রয়েছে ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ।
তারপরই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় নিজের বাড়িতে আচমকা একটি সাংবাদিক বৈঠক ডেকে এই ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান।
হাসান বলেন, 'এশিয়া কাপ, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও বিশ্বকাপ - সবেতেই অধিনায়কত্ব করবে শাকিব। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলে দেশে ফিরলে শাকিবের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। ওর দীর্ঘকালীন কী পরিকল্পনা, সেটা জানতে হবে।'
বিসিবি প্রধান যোগ করেন, 'গতকাল ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। তবে ওর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলাটাই ভাল। একটা ফ্র্যাঞ্চাইজি লিগে ও ব্যস্ত রয়েছে।'
ওয়ান ডে-তে বাংলাদেশের অধিনায়ক হিসাবে শাকিবের রেকর্ড কেমন? ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশকে ৫০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শাকিব।
তাঁর নেতৃত্বে ২৩টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। হেরেছে ২৬টি ওয়ান ডে ম্যাচে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি।
২০১০ সালের ৪ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত একটা সময় শাকিবের নেতৃত্বে টানা ১৩ ম্যাচ হেরেছিল বাংলাদেশ।
এশিয়া কাপ ও তারপর ভারতের মাটিতে বিশ্বকাপে কঠিন পরীক্ষা দিতে হবে ক্যাপ্টেন শাকিবকে। ছবি - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজ থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -