Premier League 2023: নতুন মরশুমে নজর থাকবে এই প্রিমিয়ার লিগ মহাতারকাদের দিকে
গত মরশুমে নিউক্যাসেল ইউনাইটেড দুরন্ত পারফর্ম করে। প্রিমিয়ার লিগ তালিকায় চার নম্বরে শেষ করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সাফল্যের অন্যতম বড় কারণ হল মজবুত রক্ষণ। কিরেণ ট্রিপিয়ার রাইট ব্যাকে অনবদ্য পারফর্ম করেন। অভিজ্ঞ ইংল্যান্ড ডিফেন্ডার রক্ষণভাগকে স্থিরতা প্রদানের পাশাপাশি ডেডবলেও তাঁর দক্ষতা বেশ নজরকাড়া।
ইংল্যান্ডের নতুন প্রজন্মের সবথেকে প্রতিশ্রুতিমান ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন তরুণ বুকায়ো সাকা।
গত মরশুমে ৪৮ ম্যাচে সাকা ১৫টি গোল এবং ১১টি অ্যাসিস্ট প্রদান করেছেন। এ মরশুমেও নিশ্চয়ই ভাল পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন তিনি।
লিভারপুল গত বারের প্রিমিয়ার লিগে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। মহম্মদ সালার ফর্মও তাঁর অন্যতম বড় কারণ। তবে নিজের খারাপ মরশুমে সালা সব টুর্নামেন্ট মিলিয়ে ৫১টি ম্যাচে ৩০টি গোল করেছিলেন।
এ মরশুমে গত বারের হতাশা ঝেড়ে ফেলে সাফল্য লাভের আশায় নিশ্চযই মরিয়া হয়ে মাঠে নামবেন তিনি। তাঁকে এই তালিকার বাইরে রাখা সম্ভব নয়।
মার্কাস রাশফোর্ড চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। তবে তিনি যে কয়টি ম্যাচ খেলেছেন, তাতে দর্শকদের মন জিততে সক্ষম হন।
৩০টি গোল করার পাশাপাশি ১১টি গোলের পাসও দেন তিনি। ইংল্যান্ড তারকার দিকে আসন্ন মরশুমেও নজর থাকবে।
সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আরর্লিং হালান্ড। ম্যান সিটির ট্রেবল জয়ের অন্যতম বড় কারণ তিনি।
নিজের প্রথম প্রিমিয়ার লিগ মরশুমেই গোলের সর্বকালীন রেকর্ড ভেঙে দেন তিনি। ৩৬টি গোল করেন হালান্ড। লিগের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। তাঁর দিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -