World Cup Record: বিশ্বকাপে ১২বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন শাকিব, সর্বাধিক ৫০-র অধিক রান করেছেন কে?

World Cup: বিশ্বকাপে সর্বাধিক অর্ধশতরাকারী পাঁচ ব্যাটারের তিনজনই এশিয়ান ক্রিকেটার।

বিশ্বকাপে ১২বার ৫০-র গণ্ডি পার করেছেন শাকিব (ছবি: গেটি)

1/10
কোনদিনও বিশ্বকাপ জিততে পারেননি এবি ডিভিলিয়ার্স। তবে বিশ্বকাপে ৬৩.৫৩ গড়ে ১২০৭ রান করেছেন তিনি
2/10
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার বিশ্বকাপে মোট ১০ বার ৫০-র অধিক রান করেছেন।
3/10
অধিনায়ক হিসাবে দুই দুইবার বিশ্বকাপ জিতেছেন রিকি পন্টিং।
4/10
তবে ব্যাটার হিসাবেও পন্টিং অনবদ্য ছিলেন। ১৯৯৬ থেকে ২০১১ পর্যন্ত বিশ্বকাপ খেলেন পন্টিং। তিনি বিশ্বকাপে ১১ বার ৫০ রানের গণ্ডি পার করেছেন অজি কিংবদন্তি ব্যাটার।
5/10
বিশ্বকাপে একাধিক ফাইনাল খেলেছেন শ্রীলঙ্কান তারকা ব্যাটার কুমার সাঙ্গাকার। তিনি ৩৭টি বিশ্বকাপ ম্যাচ খেলে মোট ১৫৩২ রান করেছেন।
6/10
পাঁচটি শতরান ও সাতটি অর্ধশতরান মিলিয়ে মোট ১২ বার বিশ্বকাপে ৫০ বা তার অধিক রান করেছেন
7/10
বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসানও বিশ্বকাপে ১২ বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন। তিনি অবশ্য সাঙ্গাকারার থেকে কম, ২৯টি ম্যাচ খেলেছেন।
8/10
শাকিব দুইটি শতরান ও দশটি অর্ধশতরানের দৈলতে মোট ১১৪৬ রান করেছেন।
9/10
বিশ্বের বেশিরভাগ ব্যাটিং রেকর্ডই তাঁর দখলে। সেই সচিন তেন্ডুলকর এই তালিকারও শীর্ষে রয়েছেন তিনিই।
10/10
সচিন বিশ্বকাপে ৪১টি ম্যাচ খেলে শাকিবের থেকে অনেক বেশি ২১বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন।
Sponsored Links by Taboola