World Cup Record: বিশ্বকাপে ১২বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন শাকিব, সর্বাধিক ৫০-র অধিক রান করেছেন কে?
কোনদিনও বিশ্বকাপ জিততে পারেননি এবি ডিভিলিয়ার্স। তবে বিশ্বকাপে ৬৩.৫৩ গড়ে ১২০৭ রান করেছেন তিনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার বিশ্বকাপে মোট ১০ বার ৫০-র অধিক রান করেছেন।
অধিনায়ক হিসাবে দুই দুইবার বিশ্বকাপ জিতেছেন রিকি পন্টিং।
তবে ব্যাটার হিসাবেও পন্টিং অনবদ্য ছিলেন। ১৯৯৬ থেকে ২০১১ পর্যন্ত বিশ্বকাপ খেলেন পন্টিং। তিনি বিশ্বকাপে ১১ বার ৫০ রানের গণ্ডি পার করেছেন অজি কিংবদন্তি ব্যাটার।
বিশ্বকাপে একাধিক ফাইনাল খেলেছেন শ্রীলঙ্কান তারকা ব্যাটার কুমার সাঙ্গাকার। তিনি ৩৭টি বিশ্বকাপ ম্যাচ খেলে মোট ১৫৩২ রান করেছেন।
পাঁচটি শতরান ও সাতটি অর্ধশতরান মিলিয়ে মোট ১২ বার বিশ্বকাপে ৫০ বা তার অধিক রান করেছেন
বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসানও বিশ্বকাপে ১২ বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন। তিনি অবশ্য সাঙ্গাকারার থেকে কম, ২৯টি ম্যাচ খেলেছেন।
শাকিব দুইটি শতরান ও দশটি অর্ধশতরানের দৈলতে মোট ১১৪৬ রান করেছেন।
বিশ্বের বেশিরভাগ ব্যাটিং রেকর্ডই তাঁর দখলে। সেই সচিন তেন্ডুলকর এই তালিকারও শীর্ষে রয়েছেন তিনিই।
সচিন বিশ্বকাপে ৪১টি ম্যাচ খেলে শাকিবের থেকে অনেক বেশি ২১বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -