Indian Women Test jersey: ইংল্যান্ড সফরের আগে ভারতের মহিলা টেস্ট দলের জার্সি প্রকাশ করল বিসিসিআই
ইংল্যান্ড সফরের আগে বিসিসিআই রবিবার ভারতের মহিলা দলের টেস্ট ম্যাচের জার্সি প্রকাশ করল। (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুটি দলই এই প্রথম কোনও চার দিনের টেস্টে মুখোমুখি হতে চলেছে। আগামী ১৬ জুন এই টেস্ট শুরু হবে। (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একটি মাত্র টেস্ট ম্যাচে এই জার্সি পরেই খেলতে নামবে মিতালি-রাজ ব্রিগেড। (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
এরপর দুটি দল তিনটি একদিনের ম্যাচ খেলবে। ২৭ জুন প্রথম একদিনের ম্যাচ। ব্রিস্টল, টনটন ও ওয়রসেস্টারে এই তিনটি ম্যাচ হবে।
জার্সি লঞ্চ অনুষ্ঠানের ছবি ট্যুইটারে শেয়ার করেছে। (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
একদিনের সিরিজের পর দুটি দল তিনটি টি ২০ ম্যাচও খেলবে। ৯ জুলাই প্রথম ম্যাচ। নর্দাম্পটন, হোভ ও চেমসফোর্ডে এই তিনটি ম্যাচ খেলা হবে।
ক্যাপশনে লেখা হয়েছে, টিম ইন্ডিয়ার নতুন টেস্ট কিট ইংল্যান্ড বনাম ভারত টেস্টের আগে। (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
রবিবার এক আগে হরমনপ্রিত কউর টেস্ট জার্সি পরে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। তিনি জার্সির পিছনের দিকের ছবিও শেয়ার করেন। এরফলে সবারই জানা হয়ে যায় যে, তাঁর জার্সি নম্বর হচ্ছে ৭। (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
ভারতের টেস্ট ও একদিনের মহিলা দল- মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, হরমনপ্রিত, পুনম রাউত, প্রিয়া পুনিয়া, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগস, শেফালি ভার্মা, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া, ইন্দ্রানী রায়, ঝুলন গোস্বামী, শিখা পান্ডে, পূজা ভাস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব। (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
ভারতের টি২০ মহিলা দল-হরমনপ্রিত, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগস, শেফালি ভার্মা, রিচা ঘোষ, হারলিন দেওল, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া, ইন্দ্রানী রয়, শিখা পান্ডে, পূজা ভাস্ত্রকর, অরুন্ধতি রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব, শিমরন দিল বাহাদুর (ছবি সৌজন্যে- Twitter/BCCIWomen)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -