Jaydev Unadkat: সৌরাষ্ট্রের প্রথম বোলার হিসাবে রঞ্জিতে ৩০০ শিকার উনাদকাটের, ঘুরে দাঁড়াবে বাংলা?
দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। প্রথম দিনের শেষে প্রবল চাপে দল। তবু, তিনি, মনোজ তিওয়ারি (Manoj Tiwary) মনেপ্রাণে বিশ্বাস করেন, চাপের মুখেই সেরারা জ্বলে ওঠে। তাই মরার আগে মরতে রাজি নন বঙ্গ অধিনায়ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৌরাষ্ট্রের বিরুদ্ধে (Bengal vs Saurashtra) প্রথম দিনের শেষে কোণঠাসা বাংলা। সৌরাষ্ট্র পিছিয়ে রয়েছে ৯৩ রানে। এখনও ৮ উইকেট রয়েছে জয়দেব উনাদকটদের।
তবু বিশ্বাস হারাচ্ছেন না মনোজ। বলছেন, 'এখনও চারদিন বাকি আছে। কাল সকালের সেশনটা গুরুত্বপূর্ণ। যেভাবে গোটা মরসুম আমাদের জোরে বোলাররা বল করেছে, তাতে ভাল কিছু আশা করাই যায়। হাতে এখনও ৯৩ রান রয়েছে। আমি ছেলেদের বলছি, ৮টা উইকেট নেওয়ার বল লাগবে। সেটা ২০ ওভারও লাগতে পারে, ৫ ওভারেও হতে পারে।'
বাংলার ১৭৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৭ ওভারে ৮১ রান তুলেছে সৌরাষ্ট্র। মনোজ বলছেন, 'আজ একটু রান বেশি খরচ হয়েছে। আজ অনেককিছুই ঠিক হয়নি। কোথায় ভুল হয়েছে, সেটা আমরা সবাই জানি। তবে এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটাই ঠিক করতে হবে। ভাল জায়গায় বল করলে নিশ্চয়ই ঘুরে দাঁড়াব। শেষ বল পর্যন্ত লড়াই করব। ভাল জায়গায় বল করতে হবে। আমরা লিডও নিতে পারি। আর ৬০ রানের মধ্যে অল আউট করে দিতে পারি সৌরাষ্ট্রকে। বোলারদের ওপর বিশ্বাস আছে।'
তবে ব্যাটিং বিপর্যয় যেন কাঁটার মতো বিঁধছে। মনোজ বলেছেন, 'ড্রেসিংরুমে আলোচনা করেছি। এক-একটা সেশন কাটলে ব্যাটিং সহজ হয়ে যায়। পরে বল নড়াচড়া কমে যায়। এই মরসুমে এত খারাপ শুরু হয়নি। হল তো ফাইনালেই হল।'
বাংলার ইনিংসে ৩ উইকেট নিয়েছেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট।
সৌরাষ্ট্রের প্রথম বোলার হিসাবে রঞ্জি ট্রফিতে তিনশো উইকেট হয়ে গেল উনাদকটের।
সৌরাষ্ট্রের প্রথম উইকেট পড়ার পরই যেন প্রাণ ফিরে পেল বাংলা। আকাশ দীপের ঝুলিতে দ্বিতীয় উইকেটও জমা পড়তে পারত। যদি উইকেটের পিছনে বিশ্বরাজ জাডেজার কঠিন ক্যাচ দরে নিতে পারতেন উইকেটকিপার অভিষেক পোড়েল। বিশ্বরাজের ব্যক্তিগত রান তখন ৪। তবে তাঁকে ফিরিয়ে দেন মুকেশ কুমার। ২৫ রান করে ফেরেন বিশ্বরাজ। উইকেটের পিছনে এবার আর ভুল করেননি অভিষেক।
বাংলার প্রথম ইনিংসে তোলা ১৭৪ রানের জবাবে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৮১/২। ১৭ ওভারের শেষে।
ক্রিজে রয়েছেন হার্ভিক দেশাই। ৩৮ রানে অপরাজিত তিনি। সঙ্গে নৈশপ্রহরী চেতন সাকারিয়া। ২ রানে ক্রিজে তিনি। বাংলা এখনও ৯৩ রানে এগিয়ে।
শুক্রবারের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার পেসাররা সৌরাষ্ট্রের ইনিংস কত তাড়াতাড়ি শেষ করতে পারেন, তার ওপর নির্ভর করবে ম্য়াচের ভাগ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -