Lifestyle:মাধুর্য হারিয়েছে সম্পর্ক? বুঝবেন কী করে?
কাছের মানুষটির সঙ্গে কাটানো ভাল মুহূর্ত বহু সময়ই জীবনের বাকি অংশের স্ট্রেস মোকাবিলার বড় রসদ আমাদের কাছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সেই সম্পর্কই যখন ভারবহ হয়ে ওঠে, মিষ্টি অনুভূতি বদলে যায় তিক্ততায়? তখন?
সম্পর্কের মাধুর্য যে ধাক্কা খেয়েছে, তার বেশ কিছু প্রমাণ মাঝেমধ্যেই উঠে আসতে থাকে। যেমন, সঙ্গীর থেকে কাঙ্খিত সমর্থন না পাওয়া।
সামান্য বা ছোটখাটো বিষয়ে তুমুল কথা কাটাকাটি। সাধারণ ভাবে যে কোনও সম্পর্কে মতবিরোধ অপ্রত্যাশিত নয়। কিন্তু তা মাত্রাছাড়া হয়ে গেলে, বিপদঘণ্টি অবশ্যই।
হিংসা। যদি সঙ্গীর সাফল্য আপনার মনে আনন্দের পরিবর্তে সব সময় হিংসার উদ্রেক করে, তা হলে সেটিও ভেবে দেখা দরকার।
কাছের মানুষ যিনি, তিনি তাঁর ভালো-খারাপ সবটা নিয়েই কাছের। কিন্তু যখন ক্রমাগত তাঁকে ভালো-মন্দের নিক্তিতে মাপা হতে থাকে, ধরে নিতে হবে তিক্ততার শিকড় অনেক দূরে ছড়িয়ে গিয়েছে।
যিনি ভালোবাসবেন, তিনি নিয়ন্ত্রণ করতে চাইবেন না। কিন্তু যদি কারও সঙ্গী ভয়ঙ্কর নিয়ন্ত্রণ কায়েম করতে চান, তা হলেও সতর্ক হওয়া প্রয়োজন।
যে কোনও সম্পর্কের মতো এই সম্পর্কের মূল ভিত ভালো থাকা। কিন্তু সেই ভালো থাকার অনুভূতি টানা ক্ষুণ্ণ হতে থাকলে গভীরে ভেবে থাকা দরকার। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -