BCCI: ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে যে সবেচেয়ে ভাল পারফরম্যান্স কার?
BCCI Bowler Stat: গত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। মাত্র ৫০ রানে লঙ্কা ব্রিগেডকে অল আউট করে দেন ভারতীয় বোলাররা। এই ম্য়াচে একাই ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ।
মহম্মদ সিরাজ ও স্টুয়ার্ট বিনি এই তালিকায়
1/10
তালিকায় সবার আগে রয়েছেন স্টুয়ার্ট বিনি। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই নজির গড়়েছিলেন তিনি।
2/10
২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৪ রানের বিনিময়ে ৬উইকেট তুলে নিয়েছিলেন বিনি। বাংলাদেশ ১০৬ রান তাড়া করতে নেমে ৫৮ রানে অল আউট হয়ে যায়।
3/10
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে।
4/10
১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে ১২ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন অনিল কুম্বলে।
5/10
ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের দেশের মাটিতে খেলতে গিয়ে ওয়ান ডে ফর্ম্যাটে অনন্য নজির গড়েছিলেন যশপ্রীত বুমরা।
6/10
ওভালে হওয়া সেই ম্যাচে ১৯ রান খরচ করে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছিলেন ভারতের ডানহাতি এই পেসার।
7/10
তালিকায় নবতম সংযোজন হয়েছে আশিস নেহরার। তিনি গত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী স্পেল করেন।
8/10
ম্যাচে নিজের ৭ ওভারের স্পেলে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। মাত্র ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন সিরাজ।
9/10
এই তালিকায় সবার শেষে থাকবেন আশিস নেহরা। ভারতের এই প্রাক্তন তারকা বাঁহাতি পেসার এই মুহূর্তে আইপিএলে গুজরাত টাইটান্সের হেডকোচ।
10/10
২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন নেহরা। ভারতের ২৫১ রানের জবাবে ১৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড।
Published at : 19 Sep 2023 09:36 AM (IST)