T20 World Cup: ভুবনেশ্বর থেকে অক্ষর, বিশ্বকাপে নজরে এই পাঁচ ভারতীয় বোলার
জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে এশিয়া কাপের মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাম্প্রতিক সময়ে ভুবনেশ্বরেক ডেথ ওভারে বোলিং বেশ সমালোচনার শিকার হয়েছে। তবে অভিজ্ঞ ফাস্ট বোলার নিশ্চয়ই সেই সমালোচনার যোগ্য জবাব দিতে বদ্ধপরিকর হবেন।
ব্যাটিংয়ে তো অবশ্যই, বল হাতেও হার্দিক পাণ্ড্য একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন। আইপিএল ফাইনালই তাঁর বড় উদাহরণ।
চোট সারিয়ে এখন আবারও নিজের পুরনো গতি ফিরে পেয়েছেন হার্দিক। তাঁর ভাল বোলিং করাটা ভারতের সাফল্যের জন্য ভীষণ জরুরি।
রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে অক্ষর পটেলই সম্ভবত ভারতের প্রথম পছন্দের স্পিনিং অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন অক্ষর। নিজের সেই ফর্ম ধরে রাখাটাই অক্ষরের কাছে বড় চ্যালেঞ্জ।
বুমারর অনুপস্থিতিতে বর্তমানে ডেথ ওভারে ভারতীয় দলের প্রথম ভরসা অর্শদীপ সিংহ।
চাপের মুখে কঠিন ওভার বল করে তিনি ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রদর্শন দিয়েছেন। জিতে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মার ভরসাও।
আইপিএলে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে নিজের জায়গা দখল করেন হর্ষল পটেল। চোটের পর থেকে তিনি নিজের সেরা ফর্মে নেই ঠিকই।
কিন্তু হর্ষল ছন্দে ফিরলে তাঁর বিরুদ্ধে ব্যাট করা বেশ মুশকিল। হর্ষল নিজের মন্থর গতির বলে বিশেষত ব্যাটারদের আউট করতে সিদ্ধহস্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -