Indian Bowlers In T20I: প্রথম পাঁচেও নেই বুমরা, ২০২১ সাল থেকে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক কারা?
এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বল হাতে দুরন্ত পারফর্ম করে রেকর্ড গড়েছেন ভুবনেশ্বর কুমার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু এশিয়া কাপই নয়, গত বছর থেকে টি-টোয়েন্টিতে তিনিই ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৩৬টি উইকেট নিয়েছেন ভুবি।
২৩ উইকেট নিয়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন হর্ষল পটেল।
বর্তমানে অবশ্য চোটের কারণে তিনি এশিয়া কাপে ভারতের হয়ে মাঠে নামতে পারছেন না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন হর্ষল।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল।
তবে ২০ উইকেট নেওয়া চাহাল তা সত্ত্বেও ভারতের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।
প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন হার্দিক পাণ্ড্য। সেই সময় ভারতের হয়ে অনেক টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি হার্দিক।
তবে হার্দিকের ১৫ উইকেট থেকে গত দুই বছরে কেবল তিনজন ভারতীয় তারকা অধিক টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন।
চলতি বছরেই ভারতীয় দলে নিজের অভিষেক ঘটালেও, রবি বিষ্ণোও কিন্তু এই তালিকায় রয়েছেন।
হার্দিকের মতোই তরুণ ভারতীয় লেগ স্পিনারও গত বছর থেকে টি-টোয়েন্টিত ১৫ উইকেট নিয়েছেন বিষ্ণোই।।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -