Copa America Quarter Final: কোপা আমেরিকার শেষ আটে ব্রাজ়িলের সামনে চিলি, জেনে নিন টুর্নামেন্টের অদ্ভুত নিয়ম
শনিবার কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ব্রাজ়িল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ চিলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত তিনবারের মধ্যে দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। আর গতবারের চ্যাম্পিয়ন হিসাবে ব্রাজ়িলের সামনে খেতাবরক্ষার লড়াই।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকা মিলিয়ে শেষ ১০ ম্যাচে একবারমাত্র তিতের দল একাধিক গোল হজম করেছে।
গত বছর পেরুর বিরুদ্ধে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের সেই ম্যাচে দু'গোল হজম করেও ৪-২ গোলে জিতেছিল ব্রাজ়িল।
রেকর্ডবুক বলছে, চিলির সঙ্গে ব্রাজ়িল এখনও পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৫১টি ম্যাচ জিতেছে ব্রাজ়িল।
মাত্র ১৩টি ম্যাচ জিতেছে চিলি। শনিবার ভোরেও ফেভারিট হিসাবেই শুরু করবে ব্রাজ়িল।
দুই দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলেছে ৪ বছর আগে। ২০১৭ সালে। সেই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজ়িল।
কোপা আমেরিকার নক আউট পর্বে অবশ্য বেশ এক অদ্ভুত নিয়ম রয়েছে। যা বিশ্বকাপ বা ইউরো কাপের চেয়ে অনেকটাই আলাদা।
ব্রাজ়িল-চিলি ম্যাচের ফয়সালা যদি ৯০ মিনিটে না হয়, তাহলে অতিরিক্ত সময়ের খেলা হবে না। ম্যাচ সরাসরি গড়াবে টাইব্রেকারে।
টাইব্রেকারেই হবে ম্যাচের ফলাফল। বিশেষজ্ঞরা বলে থাকেন, এই ফর্ম্যাটে ছোট দলগুলির সুবিধা। কারণ ৯০ মিনিট বড় দলকে আটকে রাখতে পারলে টাইব্রেকারে অঘটন ঘটিয়ে দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে। ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -