CAB First Division ODI: টি-টোয়েন্টির প্রতিশোধ! ইস্টবেঙ্গলকে হারিয়ে ওয়ান ডে ফাইনালে মোহনবাগান

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে মোহনবাগান

1/5
জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি ট্রফির সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল। সিএবি পরিচালিত ওয়ান ডে টুর্নামেন্টের সেমিফাইনালে সেই ইস্টবেঙ্গলকে হারিয়েই মধুর প্রতিশোধ নিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। শনিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল তুলেছিল ২৭৮/৮। অঙ্কুর পাল ৬৮ বলে ৭২ রান করেন। ৫১ রান করেন সৌরভ সিংহ। ৬৮ রান রণজ্যোৎ সিংহ খইরার।
2/5
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বিবেক সিংহ (৬৮) ও অভিমন্যু ঈশ্বরণ ওপেনিং জুটিতে ১২৬ রান যোগ করেন।
3/5
৫৫ রান করে আউট হন অভিমন্যু। ইস্টবেঙ্গলের হয়ে তিন উইকেট অর্ণব নন্দীর।
4/5
মিডল অর্ডারে ৪৭ রান করে দলের জয়ের রাস্তা তৈরি করে দেন সুদীপ চট্টোপাধ্যায়।
5/5
৭ উইকেট হারিয়ে ২৮০ রান তুলে ম্যাচ জেতে মোহনবাগান। ফাইনালে তাদের সামনে ভবানীপুর ক্লাব। ছবি: সিএবি
Sponsored Links by Taboola