Champions Trophy White Jacket History: চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ীদের কেন সাদা ব্লেজার দেওয়া হয় ?
চ্যাম্পিয়ন্স ট্রফি টিম ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার আগে, প্রথামতো চ্যাম্পিয়নদের পরিয়ে দেওয়া হয় সাদা জ্যাকেট।
(ছবি সৌজন্যে : IANS)
1/10
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে ভাসছে গোটা ভারত। দুবাইয়ের আকাশে রোহিত শর্মা অ্যান্ড ব্রিগেডের ট্রফি উত্তোলনের পাশাপাশি আরও একটা বিষয় সকলের নজর কেড়েছে, তা হল টিম ইন্ডিয়ার সাদা জ্যাকেট পরে সেলিব্রেশন। (ছবি সৌজন্যে : IANS)
2/10
ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি টিম ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার আগে, প্রথামতো চ্যাম্পিয়নদের পরিয়ে দেওয়া হয় সাদা জ্যাকেট। যার চেস্ট পকেটে ছিল টুর্নামেন্টের লোগো। কিন্তু, কেন এই রীতি ?(ছবি সৌজন্যে : IANS)
3/10
গল্ফে মাস্টার্স চ্যাম্পিয়নদের দেওয়া মর্যাদাপূর্ণ সবুজ জ্যাকেটের মতো, এই ব্লেজারগুলিও বিজয়ীদের কাছে আজীবন স্মারক হিসেবে কাজ করে। যা ক্রিকেট ইতিহাসে তাদের কৃতিত্বের প্রতীক।(ছবি সৌজন্যে : IANS)
4/10
আইকনিক সাদা জ্যাকেট 'সম্মানের প্রতীক' হিসেবে কাজ করে। যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের প্রতিটি সদস্য গর্বের সঙ্গে পরেন।(ছবি সৌজন্যে : IANS)
5/10
প্রতিটি ফাইনালিস্ট দলে একজন দর্জি পাঠানো হয় জ্যাকেট তৈরির আগে সঠিক পরিমাপ নেওয়ার জন্য। খেলায় যেমন তাঁরা নানা দক্ষতা দেখান, ঠিক তেমনই তাঁরা বিভিন্ন আকারের জ্যাকেটও পান।(ছবি সৌজন্যে : IANS)
6/10
রোহিত শর্মা অ্যান্ড কোং চ্যাম্পিয়ন হয়ে যে সাদা জ্যাকেট গায়ে তুলে নেন। মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এম এর ডিজাইন করেন।(ছবি সৌজন্যে : IANS)
7/10
এই জ্যাকেটটি সমৃদ্ধ ইট্যালিয় উল, মার্জিত সোনার বিনুনি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর সোনালি কনট্যুর ।(ছবি সৌজন্যে : IANS)
8/10
২০০৯ সালে ১৩ অগাস্ট প্রথম এর শুরু হয়েছিল। ICC এই টুর্নামেন্টের স্বতন্ত্র লুক দিতে চেয়েছিল। অনেকটা গল্ফের দ্য মাস্টার্সের সবুজ জ্যাকেটের মতো।(ছবি সৌজন্যে : IANS)
9/10
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সংস্করণের আগে আনুষ্ঠানিকভাবে পোশাকটির পুনরায় সূচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রাম। পরে এটিকে, "কৌশলগত প্রতিভা এবং স্থায়ী উত্তরাধিকারের প্রতীক" বলে অভিহিত করেন। (ছবি সৌজন্যে : PTI)
10/10
ক্রিকেটের পরিভাষায়, ট্রফি তোলাটা একটা মুহূর্ত। কিন্তু সাদা জ্যাকেট পরা? এটাই উত্তরাধিকার। এটা মনে করিয়ে দেয় যে এই দলটি কেবল ভালো ছিল না - তারা সেরা ছিল। (ছবি সৌজন্যে : IANS)
Published at : 10 Mar 2025 04:34 PM (IST)