East Bengal Museum: ইস্টবেঙ্গল ক্লাবে নতুন মাত্রা যোগ করেছে রাজা সুরেশচন্দ্র চৌধুরী মেমোরিয়াল মিউজিয়াম
সম্প্রতি উদ্বোধন হয়ে গেল ইস্টবেঙ্গলের নতুন মিউজিয়ামের। রাজা সুরেশচন্দ্র চৌধুরী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্লাবের বিভিন্ন সাফল্যের স্মারক এবং লালহলুদের কিংবদন্তিদের ব্যবহার্য জিনিস সংগ্রহ করে এই মিউজিয়াম গড়ে তোলা হয়েছে।
এই মিউজিয়ামে বিখ্যাত পঞ্চপাণ্ডবের মূর্তি থেকে কৃশানু দে-র ব্যবহার করা বুট, প্রথম জার্সি-সহ নানা সামগ্রী এই মিউজিয়ামে থাকছে।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘুরে ঘুরে পুরো সংগ্রহশালা ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন ক্লাব কর্তা দেবব্রত সরকার।
এই অনুষ্ঠানে বিশিষ্ঠ কবি, সাহিত্যিক সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে।
ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে ফুটবলে শট মারেন সেদিন।
উদ্বোধনের ২ দিন পর থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই সংগ্রহশালা। দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে এই সংগ্রহশালা
লাল হলুদ ক্লাবের ঐতিহ্য ও তার শতবর্ষের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায়। এই প্রজন্ম ও পরবর্তী প্রজন্ম যাতে ক্লাবের ইতিহাস জানতে পারে, তার জন্যই এই উদ্যোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -