T20 World Cup: কার্তিক থেকে উমরান, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে কে কে রয়েছেন?
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিংহ। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঞ্জাব কিংসের জার্সিতে দেখা গিয়েছে অর্শদীপকে। নতুন বল হোক বা ডেথ ওভার। সবেতেই বাজিমাত করেছেন এই তরুণ। আইপিএলে মাত্র ১০ উইকেট ঝুলিতে পুরলেও ইকনমি রেট ও বোলিংয়ের বৈচিত্র্যের জন্য প্রশংসা পেয়েছেন অর্শদীপ।
তালিকায় রয়েছেন কুলদীপ যাদবও। কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি ক্য়াপিটালসে যোগ দিয়েই ছন্দ খুঁজে পেয়েছেন কুলদীপ।
সদ্য শেষ হওয়া আইপিএলে মোট ২১ উইকেট ঝুলিতে পুরেছেন এই চায়নাম্যান। দীর্ঘদিন পরে ফের জাতীয় দলে কুলচা জুটিকে দেখতে পাওয়া যাবে। বিশ্বকাপের লক্ষ্যে ভাল পারফর্ম করতে চাইবেন কুলদীপও।
এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত নাম উমরান মালিক। গতি দিয়ে ব্যাটারদের পর্যদুস্ত করেছেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ পেসার।
নিয়মিত দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করে নির্বাচকদের নজরে এসেছেন উমরান মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন উমরান।
যুব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পরই আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে সুযোগ চলে এসেছিল। এরপর লখনউ সুপারজায়ান্টস এই মরসুমের আগে রবি বিষ্ণোইকে দলে নিয়ে নেয়।
লখনউয়ের জার্সিতে ১৩ উইকেট নিয়েছিলেন আইপিএলে। তরুণ এই লেগস্পিনারও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন।
অভিজ্ঞ দীনেশ কার্তিক এই তালিকায় অবশ্যই থাকবেন। আরসিবির জার্সিতে এই মরসুমে ফিনিশারের ভূমিকায় বারবার দেখা গিয়েছে এই তারকা উইকেট কিপার ব্য়াটারকে।
আইপিএলের মাঝে কার্তিক নিজেই বলেছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি খেলতে চান। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সই ৩৭ বছরের কার্তিকে বিশ্বকাপের দলে ঢোকার অন্য়তম দাবিদার করে তুলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -