Lionel Messi in PSG: মাত্র ৭ মিনিটে বিক্রি হয়ে গেল মেসির নতুন জার্সি
LionelMessi
1/10
প্যারিস সাঁ জারমাঁয় লিওমেল মেসির সই ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।
2/10
নতুন ক্লাবের হয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর্জেন্তিনার মহাতারকা।
3/10
পিএসজি-তে ৩০ নম্বর জার্সি পরে খেলবেন মেসি।
4/10
তাঁর নামাঙ্কিত জার্সি কিনতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। পিএসজি থেকে মেসির ৩০ নম্বর জার্সি অনলাইনে বিক্রি করার বন্দোবস্ত করেছিল। মাত্র ৭ মিনিটে সব জার্সি নিঃশেষ হয়ে যায়।
5/10
পিএসজি-তে নেমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে প্র্যাক্টিস করছেন মেসি। সেই প্র্যাক্টিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
6/10
মেসি-এমবাপে-নেমার সমৃদ্ধ পিএসজি আক্রমণভাগকে এই মুহূর্তে বিশ্বের সেরা ফরওয়ার্ড লাইন বলা হচ্ছে।
7/10
পিএসজি-র কোচ মউরিসিয়ো পোচেত্তিনো আর্জেন্তিনীয়।
8/10
লিওনেল মেসি বলেছেন, 'পোচেত্তিনো আর্জেন্তিনীয় হওয়ায় আমার সুবিধা তো হবেই।'
9/10
মেসি বলেছেন, 'আমার পিএসজি-তে সই করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও পোচেত্তিনোকে কোচ হিসাবে পাওয়াটা একটা অন্যতম কারণ ছিল।'
10/10
চলতি ফরাসি লিগে প্রথম ২ ম্যাচ জিতে ভাল জায়গায় রয়েছে পিএসজি। ছবি: পিএসজি
Published at : 19 Aug 2021 04:50 PM (IST)