MS Dhoni: বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে ধোনি যেন মাটির মানুষ
২০২৩ সালের আইপিএলে বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে আইপিএলের শেষ পর্ব হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন ধোনি। হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে মাঠে নামতে দেখা গিয়েছিল ক্যাপ্টেন কুলকে।
ফাইনালের আগে ব্যথা কমানোর ইঞ্জেকশনও নিয়েছিলেন ধোনি। আইপিএলের পরই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।
তারপর থেকেই ধোনির মাঠে নামা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। সিএসকে-র জার্সিতে ফের কি দেখা যাবে ক্যাপ্টেন কুলকে?
ধোনি নিজেও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি। তিনি গত বারের আইপিএলের সময় জানিয়েছিলেন ফিটনেসের উপরই তাঁর আগামী মরশুমে খেলা বা না খেলাটা নির্ভরশীল।
ধোনির প্রসঙ্গে মুখ খুললেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)। ধোনি কোনওদিনও কথা নিয়ে কথা রাখেননি, এমনটা হয়নি বলে সকলকে মনে করিয়ে দেন কাশী।
সিএসকের শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, 'আমাদের নেতা কথা দিয়ে কখনও কথার খেলাপ করেননি। ও আগেই ওই সাক্ষাৎকারেই ওর পরিকল্পনা জানিয়ে দিয়েছিল। আমি এমএসকে যতটা চিনি, তাতে আমি নিশ্চিত যে ও যেটা বলেছে, সেটা করবে। ও তো এখনও খুবই ফিট। আমাদের নেতা তো আমাদের নেতাই।'
এরই মাঝে ধোনিকে দেখা গেল রাঁচিতে এক বন্ধুর বাড়িতে। একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ধোনি।
ক্যাপ্টেন কুলকে ঘিরে দেখা গেল উন্মাদনা। তাঁর সঙ্গে সেলফি তোলার আব্দার। ধোনিও হাসিমুখে সকলের সঙ্গে ছবির জন্য পোজ় দিলেন।
সম্প্রতি প্রাক্তন ভারতীয় অধিনায়ককে এক কালো রঙের মার্সিডিজ গাড়ি চালাতে দেখা গিয়েছে, যার নম্বর প্লেট ০০০৭। এই নম্বর প্লেটটা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ধোনির জার্সি নম্বরও সাত। তিনি চেন্নাই সুপার কিংস থেকে ভারতীয় ক্রিকেট, সর্বত্রই সাত নম্বর জার্সি পরে ক্রিকেট খেলেছেন। সেই নম্বরই তাঁর গাড়ির নম্বর প্লেটেও। - নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -