Stomach Cancer Risk Factors: পুরুষদের ক্ষেত্রে ঝুঁকি বেশি, স্টমাক ক্যান্সার কেন হয়, কী বলছেন বিশেজ্ঞরা...
ক্যান্সারের নাম শুনলে আজও আঁতকে উঠতে হয়। কিন্তু এখন প্রায় ঘরে ঘরেই ক্যান্সার রোগীর খোঁজ মিলে। এর মধ্যে স্টমাক ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্তের সংখ্যাও লাগাতার বেড়ে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত-সহ এশিয়ার দেশগুলিতে স্টমাক ক্যান্সার হু হু করে ছড়িয়ে পড়ছে। কী থেকে হয় স্টমাক ক্যান্সার, ঝুঁকিই বা কতটা, তা জেনে রাখা জরুরি।
মহিলাদের তুলনায়, পুরুষদের মধ্যে স্টমাক ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। বিশেষ করে ৫০ থেকে ৬০ বছর বয়সে শরীরে থাবা বসায় স্টমাক ক্যান্সার। ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চিনের মতো দেশে সাম্প্রতিক কালে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের মধ্যেও স্টমাক ক্যান্সার বাড়ছে।
সংক্রমণ থেকে স্টমাক ক্যান্সার হতে পারে এর মধ্যে হেলিকোব্যাক্টর পাইলরি সংক্রমণ এবং ক্রনিক অ্যাট্রফিক গ্যাস্ট্রিটিস থেকে অ্যাডিনোকারসিনোমা ক্যান্সার হতে পারে। এপস্টিন-বার ভাইরাসের সঙ্গে গ্যাস্ট্রিক লিম্ফোমার যোগ রয়েছে। Pernicious Anaemia থেকেও স্টমাক ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
স্থূলতা এবং অনিয়মিত জীবনযাপনও স্টমাক ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সক্রিয় জীবনযাপন অত্যন্ত জরুরি বলে মত বিশেষজ্ঞদের।
১০ শতাংশ রোগীর ক্ষেত্রে স্টমাক ক্যান্সারের জন্য দায়ী জিন। পরিবারে কারও ক্যান্সার হয়ে থাকলে, তাঁদের ঝুঁকিও বাড়ে। যাঁদের রক্তের গ্রুপ A, তাঁদের মধ্যে স্টমাক ক্যান্সারের ঝুঁকি বাকিদের চেয়ে বেশি।
স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে সঠিক খাওয়াদাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি লবণযুক্ত, মশলাদার খাবার খেলে, ধূমপানের অভ্যাস থাকলে, প্রিজার্ভড খাদ্যপণ্য গ্রহণ করলে স্টমাক ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এই ধরনের খাবারে নাইট্রোস্যামাইন, কার্সিনোজিন্স থাকায় এমনটা ঘটে। অন্তত জাপানে এমনই নজির পাওয়া গিয়েছে।
তামাকদ্রব্যের সেবনে স্টমাক ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে এলে, বায়ুদূষণের প্রভাবেও স্টমাক ক্যান্সার হতে পারে। রবার বা কয়লা কারখানায় কাজ করেন যাঁরা, ঝুঁকি বেশি হয় তাঁদেরও।
image 9
তবে কোনও পদক্ষেপ করার আগে, চিকিৎসকের সঙ্গে কথা বলুন। তাঁর পরামর্শ মতো এগোন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -