IPL 2023: অরেঞ্জ ক্যাপ থেকে ইমার্জিং খেলোয়াড়, আইপিএলের বিভিন্ন বিভাগে সেরার পুরস্কার পেলেন কারা?
গুজরাত টাইটান্সকে হারিয়ে রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। খেতাব জয়ের পুরস্কারস্বরূপ ২০ কোটি টাকা পেতে চলেছেন ধোনিরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা মরসুমে অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও শেষ দুই স্বপ্নভঙ্গ হয়েছে গুজরাত টাইটান্সের। তাঁরা রানার্স আপ হওয়ায় পাবে ১২.৫ কোটি।
এক মরসুমে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ৮৯০ রান করেছেন তিনি। তিনিই এ বারের টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন।
তবে এখানেই শেষ নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক শুভমন গিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তো হয়েছেনই, পাশাপাশি সেরা গেমচেঞ্জার ও চার মারার পুরস্কারও পেয়েছেন তিনি।
টুর্নামেন্ট জিততে না পারলেও, অরেঞ্জ ক্যাপের মতো পার্পল ক্যাপও জিতেছেন এক গুজরাত তারকাই। তিনি মহম্মদ শামি। তারকা বোলার এ মরসুমে ২৮টি উইকেট নিয়েছেন।
বিরাট কোহলি, সচিন তেন্ডুলকররাও তাঁর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এ মরসুমে ১৪ ম্যাচে ৪৮.০৮ গড়ে মোট ৬২৫ রান করেছেন যশস্বী। তাঁর হাতেই সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার উঠল।
গ্লেন ম্যাক্সওয়েল ১৮৩.৪৯ স্ট্রাইক রেটে ৪০০ রান করে সকলকে বেশ প্রভাবিত করেছেন। ম্যাক্সওয়েলরই স্ট্রাইক রেটই এ মরসুমে সর্বাধিক হওয়ায় তিনি সুপার স্ট্রাইকার হয়েছেন।
তাঁরই সতীর্থ ফাফ ডুপ্লেসির দখলে আবার টুর্নামেন্টের সবচেয়ে বড়, ১১৫ মিটারের ছয় মেরেছেন।
ব্যাটে, বলে কামাল করার পাশাপাশি রশিদ খান কিন্তু দুরন্ত ফিল্ডারও বটে। গুজরাত তারকাকেই এ মরসুমের সেরা ক্যাচ ধরার পুরস্কারটি দেওয়া হয়েছে।
টুর্নামেন্টটা ভীষণই হতাশাজনক কেটেছে দিল্লি ক্যাপিটালসের। লিগ তালিকায় তাঁর নয় নম্বরে শেষ করেন। তবে ফেয়ার প্লের তালিকায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজিই একে রয়েছে।
টুর্নামেন্টের সর্বসেরা মাঠ তথা পিচের পুরস্কার কোনও একটি নয়, বরং যুগ্মভাবে দুইটি স্টেডিয়াম পেয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সকে এই বিভাগে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -