Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Chess World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, ড্র কার্লসেন-প্রজ্ঞানন্দের গেম ১
দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিস্ময়বালক রমেশবাবু প্রজ্ঞানন্দ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনরওয়ের তারকা দাবাড়ুর বিরুদ্ধে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করলেন সদ্য ১৮-এ পা দেওয়া ভারতীয় দাবাড়ু। ৩৫টি চালের পর ফাইনালের গেম ১ ড্রয়েই শেষ হল।
গত বছরের ফেব্রুয়ারিতে এয়ারথিংজ় মাস্টার্সে জয় পেয়েছিলেন প্রজ্ঞানন্দ। তবে হেড-টু-হেডে খানিকটা এগিয়েই নরওয়ের দাবাড়ু।
তাই এই ফাইনাল ম্যাচে অনেকেই কার্লসেনকে ফেভারিট বলে মনে করছিলেন। নরওয়ের দাবাড়ুও অধরা বিশ্বখেতাব জয়ের জন্য মরিয়া।
অপরদিকে ২০০২ সালে বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় হিসাবে বিশ্বখেতাব জয়ের হাতছানি রয়েছে প্রজ্ঞানন্দের সামনে।
সোমবার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে পৌঁছে বিশ্বখেতাব জয়ের আশা জাগিয়েছিলেন প্রজ্ঞানন্দ।
বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও, তেমনটা যে তিনি টুর্নামেন্টের শুরুতে কল্পনাও করেননি, সেকথাও জানিয়েছিলেন প্রজ্ঞানন্দ। তবে তিনি লড়াই করার কথা দিয়েছিলেন এবং তেমনটা করলেনও। নরওয়ের কার্লসেনের বিরুদ্ধে এক চুলও জমি ছাড়েননি তিনি।
প্রজ্ঞানন্দের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, না হওয়া কাল গেম ২-র পর জানা যাবে। তবে তিনি ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ক্যান্ডিডেটস ২০২৪-র ছাড়পত্র পেয়ে গিয়েছেন। বব ফিশার এবং কার্লসেনের পর তৃতীয় কণিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন করেছেন ভারতীয় দাবাড়ু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -