Sourav Ganguly Update: ৮ বছর আগে খেলা ছেড়েছেন, এখনও মহারাজকীয় কভার ড্রাইভ সৌরভের, মোতেরায় মেরেছিলেন ছক্কাও
অসুস্থ সৌরভকে দেখতে সোমবার আসতে পারেন অমিত শাহ-পুত্র তথা বোর্ডের সচিন জয় শাহ। সোমবারই কলকাতায় একটি বৈঠকে যোগ দিতে আসবেন অনুরাগ ঠাকুর। তিনিও দাদাকে দেখতে হাসপাতালে যেতে পারেন। সৌরভের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে মঙ্গলবার কলকাতায় আসার কথা বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৌরভকে সেদিন সামনে থেকে ব্যাট করতে দেখেছিলেন বোর্ডের প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরূদ্ধ চৌধুরী। ফোনে বলছিলেন, ‘সেই ম্যাচে আমি সৌরভের প্রতিপক্ষ দলে ছিলাম। জয় শাহ একাদশের হয়ে খেলেছিলাম। তবে মুগ্ধ হয়ে দেখেছিলাম সৌরভের ব্যাটিং। কে বলবে যে লোকটা এতদিন পর ব্যাট করতে নামছে। সেই একইরকম চোখধাঁধানো কভার ড্রাইভ। ফিল্ডারদের নড়তে দিচ্ছিল না।’ অনিরূদ্ধ আরও বললেন, ‘দাদা দ্রুত সেরে উঠুক। সকলে প্রার্থনা করছি। ক্রিকেটের ওকে প্রয়োজন। ওর পরিবারের পাশে আছি।’
অভিষেক বলছিলেন, ‘রবিবার বিকেলে হাসপাতালে দাদার ঘরে অনেকক্ষণ গল্প হল। চা খেতে খেতে আড্ডা যেমন হয়। দাদা এখন অনেকটাই সুস্থ। বেশ খোশমেজাজেই কথা হচ্ছিল। বোর্ড ও সিএবি-র বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলছিল। সামনেই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। করোনা আবহে এই টুর্নামেন্ট দিয়েই ভারতের মাটিতে ফিরছে ক্রিকেট। সেটা নিয়ে কথা হল। পাশাপাশি স্থানীয় ক্রিকেট নিয়েও কথা হল।’
রাহুল দ্রাবিড় একবার বলেছিলেন, অফ সাইডে প্রথমে ঈশ্বর, তারপরই সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের কভার ড্রাইভকে ক্রিকেটবিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শট মনে করা হতো। যে শটে এখনও মরচে পড়েনি। ১২ বছর আগে ক্রিকেট ছেড়েছেন সৌরভ। শেষ খেলেছিলেন ২০১২ সালের আইপিএলে। তবে সম্প্রতি মাঠে নেমেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গিয়ে মোতেরায় একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন সৌরভ। সেই ম্যাচে জয় শাহ একাদশের কাছে সৌরভ একাদশ হেরে গিয়েছিল। তবে ঝকঝকে হাফসেঞ্চুরি করে সৌরভ দেখিয়ে দিয়েছিলেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ছন্দ সাময়িক ব্যাপার, তবে ঘরানা চিরস্থায়ী।
সিএবি প্রেসিডেন্টের কাছে সারা দেশের বিভিন্ন ক্রিকেট সংস্থার পদাধিকারীদের ফোন আসছে। সকলেই সৌরভের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন। অভিষেক বলছেন, ‘তামিলনাড়ু, মধ্যপ্রদেশ থেকে শুরু করে একাধিক ক্রিকেট সংস্থার পদাধিকারীরা ফোন করে খোঁজ নিয়েছেন। বোর্ডের কর্তারা নিয়মিত খোঁজ নিচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের প্রধান মহম্মদ আজহারউদ্দিন ফোন করেছিলেন। দাদার শারীরিক অবস্থার খোঁজ নিলেন। মোতেরায় প্রদর্শনী ম্যাচে আজহারও খেলেছিলেন। দাদার অসুস্থার খবরে উনি বেশ অবাক। বলছিলেন, এই তো কয়েকদিন আগেই ক্রিকেট ম্যাচ খেললাম। এরই মধ্যে এমন কী হল!’
বহু বছর ধরেই ডালমিয়া পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা সৌরভের। প্রয়াত জগমোহন ডালমিয়ার অন্যতম স্নেহের পাত্র ছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ। সৌরভের মাইল্ড হার্ট অ্যাটাক হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হওয়া ইস্তক অভিষেক ও তাঁর দিদি বৈশালী ডালমিয়া গঙ্গোপাধ্যায় পরিবারের পাশে রয়েছেন। অভিষেক জানালেন, সৌরভ এখন আগের চেয়ে অনেকটাই ভাল আছেন।
মোতেরায় প্রদর্শনী ম্যাচে সৌরভ ৩২ বলে করেছিলেন ৫৩ রান। দু’দল মিলিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ স্কোরার। কেমন ব্যাটিং করেছিলেন সেদিন সৌরভ? মোতেরায় সেই প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। সামনে থেকে সৌরভের ইনিংস দেখেছিলেন। এবিপি আনন্দকে অভিষেক বললেন, 'দারুণ ব্যাট করেছিল। বেশ মনে পড়ছে মিড উইকেটের ওপর দিয়ে একটা ছক্কা মেরেছিল। ব্যাট হাতে সেই পরিচিত ছন্দ। দুর্দান্ত কিছু ড্রাইভও মেরেছিল দাদা।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -