Shiva Thapa: শিবার ঘুষিতে কুপোকাত পাকিস্তানের প্রতিপক্ষ, শেষ ষোলোয় ভারতীয় বক্সার
কমনওয়েলথ গেমসে প্রথম দিনই বড় সাফল্য ভারতের। বক্সিংয়ে পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন শিবা থাপা (Shiva Thapa)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিবা থাপা পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে।
কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা থাপা।
প্রথম ম্যাচেই অবশ্য তাঁর সামনে ছিল কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বক্সার সুলেমান বালোচ ধারে ও ভারে শিবার চেয়ে হয়তো অনেকটাই পিছিয়ে।
কিন্তু হাজার হোক তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছিলেন। আর ভারত-পাক মুখোমুখি সাক্ষাৎ মানেই, সে যে ক্ষেত্রেই হোক না কেন, শুরু হয়ে যায় স্নায়ুর লড়াই।
যে লড়াইয়ে অঙ্ক কষে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন শিবা। শুরু থেকেই রিংয়ে দেখা গেল শিবার দাপট।
প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ ব্যবধানে উড়িয়ে দিলেন।
লাইট ওয়েল্টার বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ২৮ বছর বয়সী বক্সার।
পাঁচবারের এশিয়া চ্যাম্পিয়ন বক্সারের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি বালোচ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -