International Tiger Day: আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে ভারতের সেরা টাইগার রিজার্ভগুলি দেখে নিন
আজ ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বিশ্বজুড়ে ক্রমশই কমছে বাঘেদের সংখ্যা। তাই সচেতনতা বাড়াতেই প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছে বিখ্যাত কয়েকটি টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষণের কেন্দ্র। এগুলির প্রায় সবকটিই পর্যটন কেন্দ্র হিসেবেও বিখ্যাত। দেখে নিন ভারতে কোন কোন রাজ্যে টাইগার রিজার্ভ রয়েছে।
পেঞ্চ ন্যাশনাল পার্ক- মধ্যপ্রদেশে রয়েছে এই টাইগার রিজার্ভ। তৈরি হয়েছিল ১৯৬৫ সালে। মূলত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই পেঞ্চ ন্যাশনাল পার্কে।
মানস ন্যাশনাল পার্ক- ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এই ন্যাশনাল পার্ক। এর অবস্থান উত্তর-পূর্বের রাজ্য অসমে। মানস নদীর তীর বরাবর অবস্থিত এই পার্কের চারধারে রয়েছে ভুটানের জঙ্গল।
সাতপুরা টাইগার রিজার্ভ- মধ্যপ্রদেশে অবস্থিত এই টাইগার রিজার্ভের নামকরণ করা হয়েছে সাতপুরা পর্বতশ্রেণির নামানুসারে।
রণথম্বোর টাইগার রিজার্ভ- রাজস্থানের রণথম্বোরে অবস্থিত এই টাইগার রিজার্ভ ভারতের অন্যতম বৃহৎ টাইগার রিজার্ভ। বেশ ভাল সংখ্যায় বাঘের অবস্থা রয়েছে এই কেন্দ্রে।
বান্ধবগড় টাইগার রিজার্ভ- মধ্যপ্রদেশ রাজ্যে বিন্ধ্য পর্বতের কোলে অবস্থিত এই বান্ধবগড় টাইগার রিজার্ভ। মূলত রয়্যাল বেঙ্গল টাইগারদের বাসস্থান হিসেবেই এই টাইগার রিজার্ভ পরিচিত।
পেরিয়ার টাইগার রিজার্ভ- কেরলে পশ্চিমঘাট পর্বতের কোলে অবস্থিত এই টাইগার রিজার্ভ মূলত বেঙ্গল টাইগার এবং সাদা বাঘের বাসস্থান হিসেবে বিখ্যাত।
নাগারহোল টাইগার রিজার্ভ- দক্ষিণের রাজ্য কর্নাটকে অবস্থিত এই টাইগার রিজার্ভ। 'নাগারহোল' নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই বিখ্যাত টাইগার রিজার্ভের।
জিম করবেট টাইগার রিজার্ভ- উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত এই টাইগার রিজার্ভ ভারতের সবচেয়ে পুরনো টাইগার রিজার্ভ। এখানেই ১৯৭৩ সালে প্রোজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -