Commonwealth Games 2022: জেরেমি, অচিন্ত্যর সোনা জয় থেকে স্মৃতিদের দাপট, গোটা দিনে ভারতীয়দের পারফরম্যান্সের খতিয়ান
কমনওয়েলথ গেমসে ভারতকে দ্বিতীয় সোনা ও পঞ্চম পদক এনে দেন ১৯ বছরের তরুণ জেরেমি লালরিনুনগা। ভারোত্তোলনে ৬৭ কেজি বিভাগে সোনা জেতেন মিজোরামের তরুণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরেক ভারোত্তোলক বিন্দিয়ারানি দেবীও ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন। অবশ্য তা হিসাবমতো গতকাল রাতে হলেও, ভারতীয় সময় অনুযায়ী আজই।
বোলারদের দাপট ও স্মৃতি মন্ধনার অর্ধশতরানে ভর করে পাকিস্তানকে আট উইকেটে হারায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।
মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছন। আরএসসি অর্থাৎ রেফারির প্রতিযোগিতা থামানোর মাধ্যমে নিজের ম্যাচ জিতে নেন নিখাত।
ভারোত্তোলন থেকেই দিনের একেবারে শেষের দিকে আরও এক পদক জেতে ভারত। রেকর্ড গড়ে ভারতকে তৃতীয় স্বর্ণপদক এনে দেন অচিন্ত্য শিউলি।
১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে পারেননি, হতাশাজনক সপ্তম স্থানে শেষ করতে হয়েছিল শ্রীহরি নটরাজকে। তবে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে উঠে ফের একবার প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে কমনওয়েলথ গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন শ্রীহরি নটরাজ।
নিজেদের কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে ঘানাকে ১১-০ ব্যবধানে উড়িয়ে অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল।
দক্ষিণ আফ্রিকাকে পর পর তিন ম্যাচে একেবারে দুরমুশ করে মিক্সড দলের ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।
টেবিল টেনিস সেমিফাইনালেও ভারতের দাপট। বাংলাদেশকে কার্যত কোয়ার্টার ফাইনালে দাঁড়াতেই দিলেন না শরত কমলরা। সেমিফাইনালের টিকিট পাকা করল ভারতীয় পুরুষ টিটি দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -