Jeremy Lalrinnunga Profile: ইয়ুথ অলিম্পিক্সে সোনা থেকে কমনওয়েলথ রেকর্ড, জেরেমির ছোট্ট কেরিয়ারে সাফল্যের ছড়াছড়ি
গতকাল মীরাবাঈ চানু ভারোত্তোলন থেকে ভারতকে এবারের কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন। আজ সেই ভারোত্তোলন থেকেই এল দ্বিতীয় সোনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের হয়ে কমনওয়েলথ গেমসে পঞ্চম পদক জিতলেন জেরেমি লালরিনুনগা। ৬৭ কেজি বিভাগে ভারোত্তোলনে সোনা জিতলেন তিনি।
শুধু জিতলেন বলা ভুল, বরং রেকর্ড গড়ে সোনা কার্যত ছিনিয়ে নিলেন মিজোরামের ১৯ বছরের তরুণ। 'স্ন্যাচ'-এ ১৪০ কেজি ভারোত্তোলন করে কমনওয়েলথ রেকর্ড গড়েন জেরেমি।
তবে পেশির টান এবং পরে কনুইয়ে চোট তাকে ‘স্ন্যাচে’ ১৪৩ কেজি এবং ‘ক্লিন অ্যান্ড জার্কে’ ১৬৫ কেজি ওজন তুলতে দেয়নি। নিজের লক্ষ্যপূরণ করতে না পারায় সোনা জিতেও হতাশ তরুণ।
তবে সোনা জয় বা সাফল্য কিন্তু জেরেমির জন্য নতুন কিছু নয়। ১৯ বছর বয়সি জেরেমি নিজের প্রখম কমনওয়েলথ গেমস খেলতে নামার সুযোগ পান গত বছর কমনওয়েলথ সিনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে।
তিনি ‘স্ন্যাচ’ (১৪১ কেজি), ‘ক্লিন অ্যান্ড জার্ক’ ১৬৭ কেজি ও সব মিলিয়ে ৩০৬ কেজি ভারোত্তোলন করে ৬৭ কেজির বিভাগে তিনটিতেই জাতীয় রেকর্ডধারী।
২০১৮ সালে একমাত্র ভারতীয় হিসাবে ইয়ুথ অলিম্পিক্সে সোনা জেতার রেকর্ডও রয়েছে জেরেমি লালরিনুনগার দখলে।
এছাড়া ২০১৬ সালে ইয়ুথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন তিনি।
গত বছরটায় খুব চোট আঘাতে খুব ভুগেছিলেন জেরেমি। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি হাঁটুতে জল জমে যাওয়া এবং পিঠের সমস্যাও ভুগিয়েছে তাকে।
তবে সেইসব সমস্যা উড়িয়ে দিয়ে সোনা জিতে নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন জেরেমি। বুঝিয়ে দিলেন এশিয়ান গেমসে চোটের জেরেই নিজের সেরাটা দিতে পারেননি তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -