Commonwealth Games: বিগত পাঁচ কমনওয়েলথ গেমসে কেমন পারফর্ম করেছিল ভারতীয় দল?
CWG: এখনও পর্যন্ত ২০১০ সালের কমনওয়েলথ গেমসে ভারতের পারফরম্যান্সই সর্বসেরা। সেইবার পদক তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছিল ভারতীয় দল।
শেষ পাঁচ কমনওয়েলথ গেমসে ভারতের পারফরম্যান্স
1/10
ম্যাঞ্চেস্টার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারত ৩০টি সোনা, ২২টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছিল।
2/10
কুঞ্জরানী দেবী এই টুর্নামেন্টে ভারত্তোলোনে ভারতের হয়ে তিনটি সোনা জেতেন।
3/10
অস্ট্রেলিয়ায় ২২টি সোনা, ১৭টি রুপো ও ১১টি ব্রোঞ্জ আসে ভারতের দখলে।পদকসংখ্যা কমলেও চারেই শেষ করে ভারত।
4/10
গগন নারাং শ্যুটিংয়ে চারটি স্বর্ণ পদক জেতেন অজিভূমে।
5/10
২০১০ সালে ভারতের মাটিতে সবথেকে সফলতম পারফরম্যান্স ছিল কমনওয়েলথে। ১০১টি পদক জিতে দ্বিতীয় হয়েছিল ভারত। গগন নারাং এই টুর্নামেন্টেও পদক জেতেন।
6/10
অভিনব বিন্দ্রা এই টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি নজর কাড়েন।
7/10
২০১৪ সালে ভারতের পারফরম্যান্স ভাল ছিল না। দ্বিতীয় থেকে পিছিয়ে পঞ্চম স্থানে শেষ করে ভারত। সোনা জেতেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত।
8/10
জিমন্যাস্ট দীপা কর্মকার এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
9/10
শেষ কমনওয়েলথ গেমসে ভারত তৃতীয় স্থানে শেষ করেছিল। ২৬টি সোনা ও ২০টি করে রুপো ও ব্রোঞ্জ জিতেছিল ভারত। জোড়া পদক পেয়েছিলেন পিভি সিন্ধু।
10/10
২০১৮তেই মণিকা বাত্রা দু'টি সোনাসহ মোট চারটি পদক জিতে নজর কেড়েছিলেন। এবারও পদক জয়ের তিনি বড় ভরসা।
Published at : 27 Jul 2022 05:32 PM (IST)