Commonwealth Games: বিগত পাঁচ কমনওয়েলথ গেমসে কেমন পারফর্ম করেছিল ভারতীয় দল?
ম্যাঞ্চেস্টার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারত ৩০টি সোনা, ২২টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুঞ্জরানী দেবী এই টুর্নামেন্টে ভারত্তোলোনে ভারতের হয়ে তিনটি সোনা জেতেন।
অস্ট্রেলিয়ায় ২২টি সোনা, ১৭টি রুপো ও ১১টি ব্রোঞ্জ আসে ভারতের দখলে।পদকসংখ্যা কমলেও চারেই শেষ করে ভারত।
গগন নারাং শ্যুটিংয়ে চারটি স্বর্ণ পদক জেতেন অজিভূমে।
২০১০ সালে ভারতের মাটিতে সবথেকে সফলতম পারফরম্যান্স ছিল কমনওয়েলথে। ১০১টি পদক জিতে দ্বিতীয় হয়েছিল ভারত। গগন নারাং এই টুর্নামেন্টেও পদক জেতেন।
অভিনব বিন্দ্রা এই টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি নজর কাড়েন।
২০১৪ সালে ভারতের পারফরম্যান্স ভাল ছিল না। দ্বিতীয় থেকে পিছিয়ে পঞ্চম স্থানে শেষ করে ভারত। সোনা জেতেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত।
জিমন্যাস্ট দীপা কর্মকার এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
শেষ কমনওয়েলথ গেমসে ভারত তৃতীয় স্থানে শেষ করেছিল। ২৬টি সোনা ও ২০টি করে রুপো ও ব্রোঞ্জ জিতেছিল ভারত। জোড়া পদক পেয়েছিলেন পিভি সিন্ধু।
২০১৮তেই মণিকা বাত্রা দু'টি সোনাসহ মোট চারটি পদক জিতে নজর কেড়েছিলেন। এবারও পদক জয়ের তিনি বড় ভরসা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -