Copa America Final Celebrations: শূন্যে ভাসলেন মেসি, বিজয়োৎসবে মাতল আর্জেন্তিনা
বিশ্বের এক নম্বর হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ফুটবলে দেশকে কোনও ট্রফি এনে দিতে পারেননি বলে দীর্ঘ অভিযোগ ছিল লিওনেল মেসির বিরুদ্ধে। ছবি সৌজন্য- কোপা ট্যুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলা হত, ক্লাব ফুটবলে সফল, কিন্তু, দেশকে একবারও চ্যাম্পিয়ন করতে পারেননি মেসি। ছবি সৌজন্য- কোপা ট্যুইটার
রবিবার, সেই খরা কাটল। রিও দি জেনিরোর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা। ছবি সৌজন্য- কোপা ট্যুইটার
২৮ বছর পর কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। স্বভাবতই, দীর্ঘ প্রায় তিন দশক ধরে জমে থাকা প্রচুর আবেগ এদিন এক লহমায় বেরিয়ে আসে।
খেলা শেষে মাঠেই অধিয়ানক মেসিকে শূন্যে ছুড়ে কার্যত লোফালুফি খেলে আর্জেন্তিনার সতীর্থরা। ছবি সৌজন্য- কোপা ট্যুইটার
ফাইনালে তিনি গোল করতে পারেননি। কিন্তু, সতীর্থরা স্বীকার করেন, এই টুর্নামেন্টে মেসি দুরন্ত ফর্মে ছিলেন। নিজে চার গোল করার পাশাপাশি পাঁচটা ফাইনাল-পাস দিয়েছেন।
শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা। ফাইনালে মেক্সিকোকে হারিয়েছিল তারা। ছবি সৌজন্য- কোপা ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -